নেইমারের পিএসজি মিশন এখনো অসম্পূর্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২৪ জুলাই ২০১৮
নেইমারের পিএসজি মিশন এখনো অসম্পূর্ণ

প্যারিস সেইন্ট-জার্মেই ও ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ডানি আলভেস আশা করেন, এ গ্রীষ্মেও নেইমার পার্ক ডি প্রিন্সেসেই থাকবেন। কারণ, তার পিএসজি মিশন এখনো সম্পূর্ণ হয়নি।

গত গ্রীষ্মে ২২২ মিলিয়নে বিশ্বরেকর্ড চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। অভিষেকেই লিগ ওয়ান মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে বার্সা থেকে আসার পর থেকেই রিয়াল মাদ্রিদের সাথে নিয়মিত যোগাযোগের গুঞ্জন শোনা গেছে।

যদিও সম্প্রতী নেইমার নিজেই বলেছেন, তিনি পিএসজিতেই থাকছেন। নতুন কোচ থমাস টাচেলের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ই এখন তার একমাত্র লক্ষ্য।

আলভেস বিশ্বাস করেন, নেইমারের এখনো পিএসজিতে কাজ করার অনেক কিছুই বাকি আছে। আর সেগুলো পূরণের কারণেই তিনি প্যারিস জায়ান্টদের সাথেই থাকবেন।

আলভেস বলেন, ‘আশা করছি নেইমার এখানেই থাকবেন। তার এখনো পিএসজিকে দেবার মত অনেক কিছুই আছে। মূল কথা হচ্ছে প্রথম মৌসুমে সে যা লক্ষ্যস্থির করেছিল তার পুরোটা এখনো অর্জিত হয়নি। সুযোগ তখনই আসবে যখন লক্ষ্য পূরণ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে নেইমারের পিএসজি মিশন অসম্পূর্ণই রয়ে গেছে।’

সম্প্রতী হাঁটুর অস্ত্রোপচারের কারণে আলভেস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এ ইনজুরির কারণে তিনি বিশ্বকাপেও খেলতে পারেননি। ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আমার দুঃখটা অনেক বেশি : নেইমার

আমার দুঃখটা অনেক বেশি : নেইমার

প্রতিকূলতাতেও বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত হচ্ছে কাতার

প্রতিকূলতাতেও বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত হচ্ছে কাতার

জুভেন্টাসের সব টিকিট শেষ ‘ফ্যাক্ট রোনালদো’

জুভেন্টাসের সব টিকিট শেষ ‘ফ্যাক্ট রোনালদো’

বিশ্বকাপের পারফর্মেন্সে বদলে গেল এমবাপের জার্সি নম্বর

বিশ্বকাপের পারফর্মেন্সে বদলে গেল এমবাপের জার্সি নম্বর