ঘরের মাটিতে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন হল ম্যানচেষ্টার ইউনাইটেডের। প্রথমার্ধে এক গোল খেয়ে বসে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিশ্চিত করে ম্যানইউ। ২-১ ব্যবধানে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে ম্যানইউ।
ঘরের মাটিতে প্রথম লেগের ম্যাচটি ড্র করেছিল বার্সেলোনা। এগিয়ে থেকেই বৃহস্পতিবার রাতে ম্যানইউ ঘরের মাঠে খেলতে নামে। তবে ১৮ মিনিটের মাথায় গোল করে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেল তারা। ভালো শুরুটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বার্সা। ইউরোপা লিগ থেকেও ছিটকে গেল রবার্ট লেওয়ানডস্কির দল।
১৮ মিনিটের মাথায় লেওয়ানডস্কি পেনাল্টি থেকে এগিয়ে দেন বার্সেলোনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের অ্যান্টনিকে বদলি হিসাবে নামান ম্যানইউ কোচ এরিক টেন হেগ। তাতেই সব হিসাব পাল্টে যায়। দলের খেলায় বদলে যায়। অ্যান্টনি পুরো আ্রক্রমণের ধরণে পাল্টে ফেলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৭ মিনিটে ফ্রেড দারুন গোলে সমতায় ফেরান।
এরপরও দাপট ধরে রাখে তারা। সেই ধারাবাহিকতায় ৭৩ মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যান্টনি।
ম্যানইউ ছাড়াও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জুভেন্টাস, স্পোর্টিং সিপি, লেভারকুসেন, সেভিয়া, শাখতার, ইউনিয়ন বার্লিন এবং রোমা। আরও আট দল উঠবে শেষ আঠে।
ম্যাচ জয়ের সঙ্গে আক্রমণেও এগিয়ে ছিল ম্যানইউ। গোলবারে তারা ১২ টি শট মারে। বার্সা গোলবারে শট মারতে পারে মাত্র ছয়টি। বল দখলে অবশ্য তারা এগিয়ে ছিল। ৫৮ ভাগ বল দখল নিয়ে খেলেছে।
স্পোর্টসমেইল২৪/জেএম