সময়ের সঙ্গে সৌদি আরবের পরিবেশে খাপ খাইয়ে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসেরে যোগ দেওয়ার পর গোল পাচ্ছিলেন না। এরপর এক ম্যাচে্ চার গোল করে নিজের জাত চিনিয়েছেন। এক মাস ছিলেন বিলাসবহুল হোটেলে। এখন নিজের বাড়ি পেয়েছেন। এবার সৌদি আরবের ঐতিহ্যের সঙ্গে মিশে গেলেন রোনালদো।
তার ফুটবল ক্লাব আল নাসের তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যাতে রোনালদোকে সৌদি গানে তলোয়ার নিয়ে নাচতে দেখা গেছে। আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে তাকে সৌদি রীতিনীতির সঙ্গে অনেকবার দেখা গেছে। আবারও সামনে এল সেই ছবি।
আল-আরাবিয়া এবং আল-নাসের টুইটার অ্যাকাউন্ট অনুসারে, পর্তুগিজ তারকা এবং পাঁচবারের বিশ্ব সেরা খেলোয়াড় রোনালদো সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য অন্য খেলোয়াড়দের সাথে সৌদি পোশাক পরেছিলেন। এরমধ্যে তিনি ঐতিহ্যবাহী সৌদি তলোয়ার হাতে ‘আল আরদা’-এ অংশ নিয়েছিলেন।
ঐতিহ্যবাহী আরবি পোশাক পরে ও ঐতিহ্যবাহী তলোয়ার হাতে আরদাহ নাচেও যোগদান করেন তিনি। ১৭২৭ সালে ইমাম মোহাম্মদ বিন সৌদ কর্তৃক দেশটির প্রতিষ্ঠার স্মরণে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিন সৌদি আরবে একটি জাতীয় ছুটির দিন পালন করা হয়।
রোনালদো বলেন, সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল চমৎকার। সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস ২২ ফেব্রুয়ারি পালিত হয়, যা আসলে ৩০০ বছর আগে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার দিন, যার আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ১৭২৭ সালে ইমাম মুহাম্মদ বিন সৌদ ঘোষণা করেছিলেন।
স্পোর্টসমেইল২৪/জেএম