ইন্টার মিলানকে উদ্ধার করলেন লুকাকু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
ইন্টার মিলানকে উদ্ধার করলেন লুকাকু

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ৮৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন চেলসি থেকে ধারে খেলা বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ১৫ ম্যাচে এটি তার দশম গোল।

বদলি হিসাবে নেমেছিলেন লুকাকু। সান সিরোতে ইন্টার আধিপত্য বিস্তার করে খেলেছিল। কিন্তু গোল করার সুযোগও পেয়েছিল পোর্তোও। তবে ফিনিশিং করতে পারেনি তারা। একই সঙ্গে ইন্টার মিলানে গোলরক্ষক দারুন কিছু প্রতিহতও করেন।

৭৮ মিনিটে পোর্তো দশজনের দলে পরিণত হয়। তারপরও গোলশূন্য ড্রয়ের পথে যখন ম্যাচ এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সুযোগ পেয়ে যায় ইন্টার। লুকাকুর প্রথম চেষ্টা পোস্টে লেগে ফিরে আসে বল। দ্বিতীয় চেষ্টায় গোল আদায় করে নেন তিনি।

জয় নিশ্চিত করতে পেরে খুশি লুকাকু। ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘‘গোল করার জন্য আমি সব চেষ্টাই করেছি। জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আরেকটি গোলও করতে পারতাম কিন্তু হল না। তবে জয় নিশ্চিত করতে পারাই ম্যাচের গুরুত্বপূর্ণ ব্যাপার।"

এই গোলকে দলীয় প্রচেষ্টার ফল বললেন লুকাকো। তিনি বলেন, ‌‘‘জয়ের উপরে অন্য কিছু নেই। আমি শুধু নিজের জন্য খেলি না। আমার চেষ্টা থাকে ইন্টারের জন্য সেরা খেলাটা দেওয়ার। দল জয় পাওয়ায় আমি আনন্দিত।" ১৫ মার্চ ফিরত লেগে মুখোমুখি হবে দু'দল।

স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

লাইপজিগের বিপক্ষেও ম্যানসিটির ড্র

লাইপজিগের বিপক্ষেও ম্যানসিটির ড্র

প্রত্যাবর্তনের কাব্য লিখে লিভারপুলকে উড়িয়ে দিল রিয়াল

প্রত্যাবর্তনের কাব্য লিখে লিভারপুলকে উড়িয়ে দিল রিয়াল

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

হতাশ নেইমারকে সান্ত্বনার বার্তা এমবাপ্পের

হতাশ নেইমারকে সান্ত্বনার বার্তা এমবাপ্পের