ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ড্র করে ধাক্কা খেয়েছে ম্যানসিটি। এবার তারা চ্যাম্পিয়ন্স লিগেও ড্র করলো। লাইপজিগের মাঠে এই ড্রয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেললো ম্যানসিটি।
বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। প্রথমার্ধের ২৭ মিনিটে রিয়াদ মাহরেজ ম্যানসিটিকে এগিয়ে নেন। তবে ৭০ মিনিটে গিয়ে ম্যাচে সমতায় ফেরান লাইপজিগের ইয়োস্কো গাভারদিওল।
এই ড্র’য়ে ফিরতি লেগে ঘরের মাটিতে জিততে হবে পেপ গুয়ার্দিওয়ালার দলকে। তবে গোল শূন্য ড্র করলেও সিটি চলে যাবে পরের রাউন্ডে।
এদিন সিট একই একাদশ নিয়েও দুই অর্ধে দুরকম খেললো। প্রথমার্ধে দাপট দেখালো তারা। দ্বিতীয়ার্ধে লাইপজিগ চেপে ধরে সিটিকে।
জার্মানির দলটির রক্ষণের ভুলে ২৭তম মিনিটে এগিয়ে যায় সিটি। তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর বড় সুযোগ এসেছিল। তবে অল্পের জন্য রদ্রিভালো সুযোগটা কাজে লাগাতে পারেনি। এরপর আরও কয়েকিট আক্রমণে সিটি নিশ্চিত এগিয়ে দ্বিতীয়ার্ধে যায়।
তবে বিরতির পরই ভিন্ন এক লাইপজিগকে দেখতে পাওয়া যায়। শুরুর দুই মিনিটের মধ্যেই বড় দুটি আক্রমণ করে তারা। একের পর এক আক্রমণের ফল লাইপজিক পেয়ে যায় ৭০ মিনিটে। কর্ণার থেকে পাওয়া বল লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার গাভারদিওল।
ম্যাচ সমতায় আসলে বেশ কিছু আক্রমণ করে সিটি। তবে লাইপজিগের রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ সময়ে দু’দলই সমান আক্রমণে এগিয়ে যায়। কিন্তু আর কোনো গোল হয়নি। সিটির গোল মেশিন আর্লিং হলান্ড ভুগছেন গোলখরায়। সর্বশেষ পাঁচ ম্যাচে তার মাত্র একটি গোল রয়েছে।
১৪ মার্চসিটির মাঠে ফিরতি লেগে নির্ধারিত হবে দুই দলের ভাগ্য।
স্পোর্টসমেইল২৪/জেএম