প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো হাইতি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্লে-অফ ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে হাইতির নারীরা এ যোগ্যতা অর্জন করে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) চিলির বিপক্ষে জয়ে বিশ্বকাপের চূড়ান্ত আসরে ‘ডি’ গ্রুপে যুক্ত হলো দলটি। গ্রুপের বাকি দলগুলো হলো- ইংল্যান্ড, ডেনমার্ক ও চীন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে হাইতি। চলতি বছরের ২২ জুলাই ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ। ২০২৩ সালের এ বিশ্বকাপ আয়োজনের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন প্রচুর দৌড়ঝাঁপ করেছেন। সেই মিশনে সফল হয়েছেন জাসিন্দা।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সুপরিচিত ১২টি শহরে এ বিশ্বকাপের আয়োজন হচ্ছে। কোয়ার্টার ফাইনাল হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফাইনাল হবে সিডনির এএনজেড স্টেডিয়ামে।

সিডনির বিশাল স্টেডিয়ামটিতে ২০০০ সালের অলিম্পিকের আয়োজক হয়েছিল। স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১ লাখ ১০ হাজার।

নারী বিশ্বকাপ ফুটবলের শেষ আসর বসেছিল ফ্রান্সে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আমেরিকা। নিজ দেশে ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নারী দল দারুণ উচ্ছ্বসিত।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

২০২৫ সালে আরও একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা

২০২৫ সালে আরও একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা

বিশ্বকাপে গোল্ডেন বুট বিজয়ী যারা

বিশ্বকাপে গোল্ডেন বুট বিজয়ী যারা

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা