প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো হাইতি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্লে-অফ ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে হাইতির নারীরা এ যোগ্যতা অর্জন করে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) চিলির বিপক্ষে জয়ে বিশ্বকাপের চূড়ান্ত আসরে ‘ডি’ গ্রুপে যুক্ত হলো দলটি। গ্রুপের বাকি দলগুলো হলো- ইংল্যান্ড, ডেনমার্ক ও চীন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে হাইতি। চলতি বছরের ২২ জুলাই ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ। ২০২৩ সালের এ বিশ্বকাপ আয়োজনের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন প্রচুর দৌড়ঝাঁপ করেছেন। সেই মিশনে সফল হয়েছেন জাসিন্দা।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সুপরিচিত ১২টি শহরে এ বিশ্বকাপের আয়োজন হচ্ছে। কোয়ার্টার ফাইনাল হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফাইনাল হবে সিডনির এএনজেড স্টেডিয়ামে।
সিডনির বিশাল স্টেডিয়ামটিতে ২০০০ সালের অলিম্পিকের আয়োজক হয়েছিল। স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১ লাখ ১০ হাজার।
নারী বিশ্বকাপ ফুটবলের শেষ আসর বসেছিল ফ্রান্সে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আমেরিকা। নিজ দেশে ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নারী দল দারুণ উচ্ছ্বসিত।
স্পোর্টসমেইল২৪/আরএস