‘লিগামেন্ট ক্ষতিগ্রস্ত’ হয়েছে নেইমারের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
‘লিগামেন্ট ক্ষতিগ্রস্ত’ হয়েছে নেইমারের

চোটগ্রস্ত পায়ের গোঁড়ালির ‘লিগামেন্ট ক্ষতিগ্রস্ত’ হয়েছে নেইমারের। ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এ তথ্য জানিয়েছে। দুই সপ্তাহ পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ফিরতি লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে পিএসজি। এর মাঝে এমন খবর এলো।

রোববার ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ৩১ বছর বয়সি নেইমার। ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচটিতে চোট এতটাই গুরুতর অনুভুত হয়েছে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্যারিসের ক্লাবটি জানায়, “আজ নতুন পরীক্ষায় নেইমারের লিগামেন্টের ক্ষতিসহ পায়ের গোঁড়ালিতে মচকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

রোববার ম্যাচ জয়ের পর নেইমারের পায়ে করা স্ক্যানে (হাড়) ভাঙার কোন রিপোর্ট পাওয়া যায়নি বলেও নিশ্চিত করে ক্লাবটি। পরের দিন অবশ্য তার পায়ের পেশিতে কোন ধরনের ক্ষতি হয়েছে কি-না সেটি পরীক্ষা করে দেখা হবে বলেও জানায় পিএসজি।

নেইমারের এ ইনজুরি বায়ার্নের বিপক্ষে ৮ মার্চ ফিরতি লেগে ব্রাজিলীয় তারকার খেলতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রথম লেগে ০-১ গোলে পিছিয়ে পড়েছে ফরাসি জায়ান্টরা।

এদিকে উরুর ইনজুরি থেকে ফিরে প্রথম লেগের ওই ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসজি প্রাণপন চেষ্টা হচ্ছে শেষ ষোল থেকে যেন ছিটকে না পড়ে।

যদি ছিটকে যায়, তাহলে সেটি হবে সাত মৌসুমে পঞ্চমবারের মতো বিদায়। ইনজুরির কারণে মার্শেই’র বিপক্ষে পিএসজির লিগ ওয়ানের দল থেকে ইতিমধ্যে বাদ পড়েছেন নেইমার।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশ নেইমারকে সান্ত্বনার বার্তা এমবাপ্পের

হতাশ নেইমারকে সান্ত্বনার বার্তা এমবাপ্পের

মেসি এমবাপ্পে নেইমার এক সাথে থাকতে পারছেন না!

মেসি এমবাপ্পে নেইমার এক সাথে থাকতে পারছেন না!

পিএসজিকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে শেষ আটের পথে বায়ার্ন

পিএসজিকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে শেষ আটের পথে বায়ার্ন

সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড: ৯ বছরে নেইমারের ষষ্ঠ পুরস্কার

সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড: ৯ বছরে নেইমারের ষষ্ঠ পুরস্কার