দেশের প্রথম ‘এএফসি এলিট নারী রেফারি’ সালমা আক্তার মনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩
দেশের প্রথম ‘এএফসি এলিট নারী রেফারি’ সালমা আক্তার মনি

বাংলাদেশের প্রথম নারী হিসেবে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) এলিট প্যানেলের রেফারি হলেন সালমা আক্তার মনি। তিনি আগে থেকেই ফিফার সহকারী রেফারি ছিলেন। বিপিএল ফুটবলে নারী রেফারি হিসেবে একাধিক ম্যাচ পরিচালনার দায়িত্বও পালন করেছেন মনি।

গত ১৬-১৯ জানুয়ারি মালয়েশিয়ায় এএফসির এলিট প্যানেলের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের দুই নারী রেফারি; জয়া চাকমা এবং সালমা আক্তার। দুজনের মধ্য থেকে সালমা উত্তীর্ণ হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ফিফা সহকারী রেফারি সালমা আক্তার মনি ২০১৩ সাল থেকে রেফারি ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালে ফিফা সহকারী রেফারি হিসেবে আন্তর্জাতিক রেফারি হওয়ার গৌরব অর্জন করেন।

মনি ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’ ও ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ’-এর প্যানেলভূক্ত সহকারী রেফারি। ইতিমধ্যে তিনি সহকারী রেফারি হিসেবে বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন।

সালমা আক্তার মনি সম্পর্কে বাফুফে সম্মানীত সভাপতি কাজী মো. সালাহউদ্দীন বলেছেন, “ফিফা সহকারী রেফারি হিসেবে সালমা আক্তার মনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং রেফারি সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বর্তমান রেফারিদের উৎসাহ যোগাতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এছাড়া বাফুফে নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ ফিফা সহকারী রেফারি সালমা আক্তার মনির সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্না-কৃষ্ণাদের ভূয়সী প্রশংসায় ভারতীয় কোচ সুরেন চ্ছেত্রি

স্বপ্না-কৃষ্ণাদের ভূয়সী প্রশংসায় ভারতীয় কোচ সুরেন চ্ছেত্রি

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

মনে হচ্ছিল যেকোনো কিছু ঘটতে পারে: সাবিনা

মনে হচ্ছিল যেকোনো কিছু ঘটতে পারে: সাবিনা