বিশ্বসেরা মার্টিনেজের ভুলে জিতে শীর্ষে আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বসেরা মার্টিনেজের ভুলে জিতে শীর্ষে আর্সেনাল

সময়টা ভালো যাচ্ছিল না আর্সেনালের। আগের ম্যাচে ম্যানসিটির কাছে হারের পর শনিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিও ড্র হতে চলেছিল। কিন্তু ম্যাচের শেষ দিকে লুকিয়ে ছিল সব রোমাঞ্চ। ছয় গোলের রুদ্ধশ্বাস ম্যাচে জয় আর্সেনালের।

শনিবারের প্রথম ম্যাচে ইনজুরি সময়ে দুই গোলে জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের। যার একটি আসে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে! তার ভুলেই তিন ম্যাচ পর প্রথম জয়ের স্বাদ পেল আর্সেনাল।

শেষের দুটি গোলই অ্যাস্টন ভিলা হজম করেছে বিশ্বসেরা গোলকিপার মাটিনেজের ভুলের কারণে। প্রথমে আত্মঘাতি গোলের পর, ম্যাচের ৯৮ মিনিটে কর্ণার কিকে গোল দিতে আর্সেনালের গোলমুখে চলে যান মার্টিনেজ।

এই সুযোগে পাল্টা আক্রমণে ফাঁকা পোস্ট পেয়ে আর্সেনাল আরও একটি গোল করে।

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি দৌড়ের শেষ পর্ব। সাময়িক জড়তা ঝেড়ে আবার ছন্দে ফিরল মিকেল আর্তেতার আর্সেনাল। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যানসিটি ড্র করায় এই সুবিধা পেয়েছে আর্সেনাল।

এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানসিটি। ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আর্সেনাল। একইসঙ্গে দুঃসময় কাটছে না গ্রাহাম পটারের চেলসির।

ঘরের মাঠে এ দিন তারা ০-১ গোলে হেরেছে সাউদাম্পটনের কাছে। যারা কি না ইতিমধ্যে অবনমনের শঙ্কায় চলে গেছে। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট চেলসি রয়েছে দশ নম্বরে।

এদিন আর্সেনাল যেন শুরুর ধাক্কা সামাল দিতে পারছিল না। ম্যাচের শুরুটা এমনই ছিল। পাঁচ মিনিটে অলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা।

কিন্তু ১৬ মিনিটে সমতা ফেরান বুকায়ো সাকা। ঘরের মাঠে অ্যাস্টন ভিলা ক্রমাগত চাপ বাড়িয়ে ব্যবধান ২-১ করে ফেলে ৩১ মিনিটে। গোলদাতা ফিলিপে কুতিনহো।

প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। ৬১ মিনিটে ওলেকজান্ডার জ়িনচেঙ্কোর গোলে সমতায় ফেরে আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিটে ওই ২-২ গোলে ড্র থাকে। কিন্তু ৯৩ মিনিটে জর্জিনহোর শট প্রতিহত করতে ঝাপ দেন।

বল গোলবারে লেগে আবার ফিরে আসার সময় মার্টিনেজের মাথায় লেগে গোল হয়ে যায়। এরপর ম্যাচের ৯৮ মিনিটের সময় গোল শোধে মরিয়া অ্যাস্টন ভিলা আরেকটি ধাক্কা খায়।

কর্ণার থেকে গোল আদায় জন্য মার্টিনেজও প্রতিপক্ষের গোলমুখে চলে যায়। কিন্তু পাল্টা আক্রমণে গোল করেন মার্তিনেলি­।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :