তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন ক্রিশ্চিয়ান আতসু। তিনি ঘানার জাতীয় দলের এবং চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ফুটবলার ছিলেন। অবশেষে নিজের বাসার ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে আতসুর মৃতদেহ।
ভয়াবহ ভূমিকম্পের ১১দিন পর শুক্রবার উদ্ধার করা হয় তার মরাদেহ। তিনি ছিলেন ঘানার ফুটবলার। ২০২২ সালে আতসু যোগ দেন তুরস্কের সুপার লিগের ক্লাব হাতায়স্পরে।
এই ফুটবলার থাকতেন দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশের একটি ১২ তলা ভবনে। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের তার আবাসনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ।
মৃত্যুর খবর জানিয়ে তার এজেন্ট মুরাত উজ়ুনমেহমেত বলেন, ‘‘ধ্বংসস্তূপের নীচ থেকে আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার জিনিসপত্র উদ্ধারের কাজ চলছে।’’
এদিকে তার ক্লাব থেকে আতসুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তারা সংবাদ সামজিক যোগাযোগ মাধ্যমে আতসুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘ভূমিকম্পে মারা যাওয়া আমাদের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর শেষকৃত্য নিজ দেশ ঘানায় পাঠানোর পথে। আমরা তোমাকে ভুলব না আতসু। সুন্দর মানুষ শান্তিতে থেকো। আমাদের দুঃখ প্রকাশ করার কোন শব্দ নেই। শান্তিতে বিশ্রাম নাও।"
ঘানার হয়ে ৬৫ ম্যাচে ১০ গোল করেছিলেন ৩১ বছরের উইঙ্গার। তুরস্কের আগে সৌদি আরবের ক্লাব আল-রিয়াদে খেলেছেন দু’বছর।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের জেরে প্রায় ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৮।
স্পোর্টসমেইল২৪/জেএম