প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ক্রয়ের দৌঁড়ে এবার যুক্ত হয়েছে সৌদি আরব। শুক্রবার শেষ সময় সীমার আগমুহূর্তে ক্লাব কেনার বিষয়ে মধ্যপ্রাচের বিনিয়োগকারীরা তাদের আগ্রহ প্রকাশ করেছে।
২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের ২০০৫ সালে কিনে নিয়েছিল যুক্তরাস্ট্রের গ্লেজার পরিবার। গত নভেম্বরে তারা ক্লাবটি বিক্রি কিংবা নতুন বিনিয়োগ উন্মুক্ত করার ঘোষণা দেয়। এরপর আনুষ্ঠানিকভাবে ক্লাবটি কেনার আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফের ইনোস কোম্পানি। একমাত্র দরদাতা হিসেবে তিনি প্রকাশ্যে এ আগ্রহের কথা জানিয়েছিলেন।
ওই ক্লাবটি কেনার আগ্রহ ছিল কাতারেরও। গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছিল, বিশ্বকাপ আয়োজক মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশটির শাসক শেখ তামিম কিন হামাদ আল-থানি ক্লাবটির প্রতি আগ্রহী ছিলেন। ক্লাবটির শেয়ার লেনদেনের সঙ্গে যুক্ত নিউইয়র্ক স্টক একচেঞ্জ এর ব্রোকারেজ হাউসগুলো অবশ্য বলেছে, শুক্রবারের সময়সীমা শেষ হওয়ার পরও যেকোন প্রস্তবনা বিচেনায় রাখা হবে।
গ্লেজাররা ইঙ্গিত দিয়েছে যে, তারা স্বল্প বিনিয়োগ কিংবা সম্পূর্ণ বিক্রয়, যে কোনটার জন্যই প্রস্তুত প্রস্তুত ছিল। তবে এখন দ্বিতীয়টাই তাদের প্রথম পছন্দ বলে জানিয়েছে। বিশাল ঋণের বোঝাসহ ৭৯০ মিলিয়ন পাউন্ডে ২০০৫ সালে ক্লাবটি কিনে নেওয়ার পর থেকেই সমর্থকদের অপছন্দের তালিকায় চলে যায় গ্লেজাররা।
এর আগেও সৌদি আরবের সবচেয়ে বড় টেলিকমিউকেশন কোম্পানি টেলিকমের পার্টনার হয়েছিল ইউনাইটেড। অবশ্য টেলিগ্রাফের রিপোর্টে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ক্রয়ের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, যেহেতু সৌদি সরকার একটি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে, সেহেতু ইউনাইটেডের বিডে যাওয়ার সম্ভাবনা কম।
রিপোর্ট অনুযায়ী, তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ক্লাবটির জন্য ৬ বিলিয়ন পাউন্ড দাবি করেছে গ্লেজার পরিবার।
স্পোর্টসমেইল২৪/আরএস