বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়

পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। এর ফলে লা লিগায় এলচের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়েছে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে। এ জয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাজধানীর দলটি এখন বার্সেলোনার চেয়ে আট পয়েন্টের ব্যবধানে চলে এসেছে।

মরক্কোয় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের কারণে সপ্তাহের শেষভাগে লিগের কোন ম্যাচে অংশ নেয়নি কার্লো আনচেলোত্তির শিষ্যরা। সান্তিয়াগো বার্নব্যুতে খেলতে নামার আগে স্বাগতিক দর্শকদের সামনে তুলে ধরেন সদ্য জয় করা ক্লাব বিশ্বকাপের ট্রফি।

এটি ছিল চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জয় করা দ্বিতীয় ট্রফি। এর আগে তারা জয় করেছে ইউরোপীয় সুপার কাপের শিরোপা। এ তালিকায় লা লিগার শিরোপা যুক্ত করতে বিশাল কর্ম সম্পাদন করতে হবে রিয়ালকে।

লস ব্লাঙ্কোসদের হয়ে মার্কো অ্যাসেনসিও গোলের সূচনা করার পর একপেশে ম্যাচের সফল সমাপ্তি টানেন দলের অভিজ্ঞ তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ। মাঝপথে পনাল্টি থেকে পরপর দুই গোল করেন ব্যালন ডি’অঁর জয়ী ফরাসি তারকা বেনজেমা।

খেলা শেষের প্রতিক্রিয়ায় মৌসুমের শেষভাগ পর্যন্ত শিরোপার আশা নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে এডুয়ার্ডো কামাভিঙ্গা। বলেন, ‘এখানে কোন কিছুই অসম্ভব নয়। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও আমরা এটি দেখেছি। শেষ পর্যন্ত আমরা খেলে যাব। আমি ফুলব্যাক নই। দলকে সহায়তার জন্যই ওই পজিশনে খেলেছি। আজ আমি নিজের অবস্থানে ফিরতে পেরে খুশি।’

নিষিদ্ধ হওয়ার কারণে উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই খেলেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে মাঠে নামেন এডর মিলিতাও। যে কারণে সাইড বেঞ্চে বসতে বাধ্য হন এন্টনিও রুডিগার।

পয়েন্ট তালিকার তলানিতে থাকা এলচে পুরো মৌসুমে এখন পর্যন্ত শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্লাব বিশ্বকাপে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

ফুটবল ক্যালেন্ডার নিয়ে বিরক্ত আনচেলোত্তি

ফুটবল ক্যালেন্ডার নিয়ে বিরক্ত আনচেলোত্তি

রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা বার্সেলোনার

রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা বার্সেলোনার