পিএসজি দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করছে। কিন্তু কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারছে না। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে-নেইমারকে দলে ভেড়াতে রেকর্ড টাকা ঢালতে হয়েছে ক্লাবটিকে। অথচ তাদের লক্ষ্যে পূরণই হচ্ছে না।
এই ফরাসি ক্লাবটি এখন আবার ভালো অবস্থা নেই। ছন্দে নেই মোটেই। এরই মধ্যে তাদের মুখোমুখি হতে হচ্ছে বায়ার্ন মিউনিখের। মঙ্গলবার রাত ২টায় মুখেমুখি হবে দুদল।
অথচ তাদের বিপক্ষে নামার আগে দলের মধ্যে ইনজুরি নিয়ে শঙ্কা ছিল। এমবাপ্পে ও মেসি দুজনেই ইনজুরিতে পড়েছিলেন। তবে চোট কাটিয়ে রোববার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন ২৪ বছর বয়সী ফুটবলার এমবাপ্পে। পরেরদিন তিনি অনুশীলন করেছেন।
এরপর বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রাথমিক ঘোষিত দলে রাখা হয়েছে তাকে। এছাড়া চোট কাটিয়ে অনুশীলনে ফেরার পর দলে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি ও মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।
সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না পিএসজির। মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর গত শনিবার লিগে মোনাকোর মাঠে ৩-১ গোলে হারে ক্রিস্তফ গালতিয়ের দল।
এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হেরেছে চার ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/জেএম