কমলাপুরেই খেলতে হবে ভারত, নেপাল, ভুটান ও রাশিয়ার মেয়েদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
কমলাপুরেই খেলতে হবে ভারত, নেপাল, ভুটান ও রাশিয়ার মেয়েদের

উয়েফার অর্থায়নে পাঁচ দলের অংশগ্রহণে সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০ মার্চ। বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়া এ আসরে অংশ নিবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। তবে আসরটির ভেন্যু নিয়ে তৈরি হয়েছে সমস্যা।

ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে অভিযোগ থাকায় এর পরিবর্তে বসুন্ধরা কিংস অ্যারেনা কিংবা সিলেটে টুর্নামেন্টটি আয়োজনের কথা বলেছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তবে সেটি আর সম্ভব হচ্ছে না।

কমলাপুরের টার্ফ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া নেপাল ও ভুটানের কোচ। তাদের একাধিক খেলোয়াড় চলতি এ টুর্নামেন্ট চলাকালে চোট পেয়ে আর খেলতে পারেননি বলে তাদের অভিযোগ ছিল। তবে সাফ ও বাফুফে সভাপতি সালাউদ্দিন জানিয়েছেন ভিন্ন কথা।

মেয়েদের বয়স ভিত্তিক আসন্ন এ প্রতিযোগিতাটি অন্য কোথাও আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন সালাউদ্দিন। সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামের প্রেস বক্সে গণমাধ্যমকে তিনি এমন তথ্য জানান।

সালাউদ্দিন বলেন, “আমাদের বিকল্প ভেন্যু নেই। কমলাপুর স্টেডিয়াম এএফসির অনুমোদিত। বসুন্ধরা কিংস অ্যারেনা পুরোপুরিভাবে তৈরি হয়নি এবং এএফসির অনুমোদন পায়নি।”

তিনি আরও বলেন, “ বর্তমান অবস্থায় ঢাকার বাইরেও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই আমার কাছে কমলাপুর ছাড়া আর কোনো ভেন্যু নেই।”

এদিকে, সিনিয়রদের পর এবার সাফ শিরোপা জয় করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামেই ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা সফরে আসবে মেসির আর্জেন্টিনা

ঢাকা সফরে আসবে মেসির আর্জেন্টিনা

সমানে-সমানে লড়লো ভারত-বাংলাদেশের মেয়েরা

সমানে-সমানে লড়লো ভারত-বাংলাদেশের মেয়েরা

সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ