বর্ষসেরা কোচের দৌড়ে এখন তিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
বর্ষসেরা কোচের দৌড়ে এখন তিন

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি অনুমিতভাবেই রয়েছেন বর্ষসেরা কোচের দৌড়ে। প্রাথমিক বাছাই থেকে ফিফা পাঁচজনকে বেছে নেয়। এবার সেখান থেকে বাদ পড়েছেন দু'জন।

স্কালোনির সঙ্গে সেরা হওয়ার দৌড়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানসিটির পেপ গুয়ার্দিওয়ালা।

২০২১ সালে ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত কোচিং সময়কে বিবেচনা করা হয়। এই সময়ে ক্লাব, দেশের হয়ে কি অবদান রাখতে পেরেছেন ওই কোচ সেটাই বিবেচনা করা হয়। বৃহস্পতিবার ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

আগের পাঁচ জনের তালিকায় ছিলেন ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম ও বাদ পড়েছেন দিদিয়ে দেশম ও মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি। মরক্কোকে সেমিফাইনালে তুলে এবার ইতিহাস গড়েছেন ওয়ালিদ। কিন্তু চুড়া্ত সাফল্য না পাওয়ায় তিনি দৌড় থেকে বাদ পড়লেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় ফ্রান্স। কিন্তু দলকে শিরোপা জেতাতে না পারা এবং অন্য পারফরম্যান্সেও বড় কিছু না থাকায় তিনিও বাদ পড়েছেন। আর আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে দারুণ সাফল্য এনে দিয়েছেন। একই সঙ্গে গুয়ার্দিওয়ালা মানসিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, যদি...

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, যদি...

`জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ উপহার দেবেন'

`জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ উপহার দেবেন'

‘অনেক শিহরণ অনুভব করছি'

‘অনেক শিহরণ অনুভব করছি'