আগের ম্যাচে একটি গোল পেলেও সেটা ছিল পেনাল্টি থেকে পাওয়া। গোল না পাওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু নতুন করে নিজের জাত চেনালেন এই পর্তুগীজ মহাতারকা।
সৌদি আরবের হয়ে এক ম্যাচেই হ্যাটট্রিকসহ করলেন চার গোল। এক ম্যাচেই যেন মিলে গেল সব সমালোচনার জবাব। বৃহস্পতিবার রাতে সৌদি প্রো-লিগে আল-ওয়াহিদার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে আল নাসের। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরও মজবুত হল তাদের।
ম্যাচের প্রমার্ধেই দুই গোল করেন রোনালদো। ২১ এবং ৪০ মিনিটে দুই গোল করে ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় আল-নাসের।
কিং আবদুল আজিজ স্টেডিয়ামে গোল ব্যবধান বড় হলেও লড়াইয়ের খুব বেশি পিছিয়ে ছিল না আল ওয়াহিদা। তারা গোলবারে শট মেরেছেন ১২টি। তবে লক্ষ্যে ছিল মাত্র দুটি। আর আল নাসের গোলবারে শট মেরেছেন ১৪টি, যার সাতটিই ছিল পোস্টে।
বিশাল অংকের অর্থে আল নাসেরে এসেছেন রোনালদো। কিন্তু তার কাছ থেকে যেটা আশা করেছিল ক্লাবটি সেটা প্রথম কয়েকটি ম্যাচে দিতে পারেননি তিনি। এই সপ্তাহেই তিনি ৩৮তম জন্মদিন পালন করেছেন।
জন্মদিন পালনের পর আল ওয়াহিদের বিপক্ষে ছিল তার প্রথম ম্যাচ। সেই ম্যাচেই জ্বলে উঠছেন। এই বয়সেও আগ্রাসী আ্র ক্ষিপ্রতায় জ্বলে উঠলেন মাঠে।
মরুর বুকে ঝড় তুললেন। এমন ম্যাচের পর তার ক্লাব কর্মকর্তা যারা সমালোচনায় মেতেছিলেন তারা নিশ্চই স্বস্ত খুজে পেয়েছে।
স্পোর্টসমেইল২৪/জেএম