ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

সময়টা মোটেই ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। চাপ কাটিয়ে ওঠার জন্য একটি জয়ের দরকার ছিল। ঠিক এই সময়েই দারুণ এক জয় তুলে ক্লাব ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠে গেল মাদ্রিদ। বুধবার রাতে তারা মরক্কোর রাবাতে আল আহলিকে ৪-১ হারিয়েছে।

মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে জয়টা অনুমিতই ছিল। কিন্তু গোল লাইন দেখে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বোঝা যাবে না। সহজে ছাড় দেয়নি মিশরের ক্লাবটি।

প্রথমার্ধে রিয়ালকে ১-০ তে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান বাড়ান ফেডেরিকো ভালভার্দে।তবে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পেয়ে একটি গোল পরিশোধ করেন মিশর ক্লাবটি।

পেনাল্টি থেকে তাদের গোল আদায় করেন আলী মালৌল। তবে শেষ সময়ে গোল করতে মরিয়া হয়ে যান আল আহলিয়ার। তবে অতিরিক্ত আক্রমণে রক্ষণভাগ ফাকা করে ফেলে মিশরের ক্লাবটি। ম্যাচের অতিরিক্ত সময়ে পাল্টা আক্রমণে আরও দুটি গোল আদায় করে নেয় স্পেনের ক্লাব।

ম্যাচের ৯২ মিনিটে রদ্রিগো এবং ৯৮ মিনিটে সার্জিং আরিবাস গোল করেন। শনিবার ফাইনালে রিয়াল খেলবে সৌদি আরবের আল হিলালের বিরুদ্ধে। মঙ্গলবার অপর সেমিফাইনালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে ৩-২ হারিয়েছে আল হিলাল।

মোট সাত বার ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল। এই রেকর্ড কারোরই নেই। শেষবার তারা ২০১৮ সালে এই প্রতিযোগিতায় জেতে। তবে ক্লাব বিশ্বকাপে করিম বেনজেমাসহ ছয়জন প্রথম সারির ফুটবলার চোটের কারণে খেলছেন না।

স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফরাসি কাপ থেকে বিদায় মেসি-নেইমারদের

ফরাসি কাপ থেকে বিদায় মেসি-নেইমারদের

১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড: ৯ বছরে নেইমারের ষষ্ঠ পুরস্কার

সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড: ৯ বছরে নেইমারের ষষ্ঠ পুরস্কার