বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বকাপের শতবর্ষ পূর্তি আসরের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহী থাকে অধিকাংশ দেশেই। কিন্তু সামর্থ্যে পেরে ওঠে না অনেক দেশ। এছাড়া ফিফার নিয়মানুয়ায়ী সবাই বিশ্বকাপ আয়োজনের লড়াইয়েও নামতে পারে না। তবে লাতিন আমেরিকার ফুটবল জনপ্রিয় চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায়। তারা ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনে জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবে কারা ২০৩০ সালের আয়োজক হচ্ছে সেটা জানতে অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) মঙ্গলবার এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

আর্জেন্টিনার ও চিলি ২০১৭ সালে প্রাথমিকভাবে আয়োজনের কথা জানায়। তাদের সাথে এবার যোগ দিয়েছে চিলি ও প্যারাগুয়ে। ২০৩০ বিশ্বকাপ একটু আলাদা হবে। এই আসে শতবর্ষ পূরণ হবে। ফিফারও এ আসর নিয়ে আলাদা আগ্রহ রয়েছে। তারা সেরা আয়োজক দেশের কাছেই দিতে চায়।

এদিকে এরআগেই উরুগুয়ে (১৯৩০), চিলি (১৯৬২) ও আর্জেন্টিনার (১৯৭৮) বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু প্যারাগুয়ে কখনও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি। উরুগুয়ের ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই দাবি থেকেই তারা শতবর্ষের এই আসরটি আয়োজন করতে জোর দাবি জানাবে।

ইউরোপ ও এশিয়াও এই লড়াইয়ে নামতে যাচ্ছে। ফুটবল পাগল দেশ মরক্কো ও সৌদি আরব এই আসর আয়োজনের লড়াইয়ে নামতে পারে। একই সেঙ্গ ইউরোপের ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও স্পেনও শিরোপার আয়োজক হওয়ার ঘোষণা দিয়েছে।

২০২২ বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই বিশ্বকাপটি হবে ৪৮ দলের।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, যদি...

মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন, যদি...

`জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ উপহার দেবেন'

`জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ উপহার দেবেন'

কাতার বিশ্বকাপে অশোভন আচরণ, উরুগুয়ের চার ফুটবলার নিষিদ্ধ

কাতার বিশ্বকাপে অশোভন আচরণ, উরুগুয়ের চার ফুটবলার নিষিদ্ধ

চোখের জলে বিশ্বকাপ থেকে সুয়ারেজের বিদায়

চোখের জলে বিশ্বকাপ থেকে সুয়ারেজের বিদায়