২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে জুভেন্টাস তাদের মৌসুমের সব টিকিট বিক্রি শেষ করে ফেলেছে। রিয়াল মাদ্রিদ থেকে তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর আগমনেই সমর্থকদের মধ্যে এ ব্যপক সাড়া পড়েছে।
সিরি-আ চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেকে জানানো হয়, গত মৌসুমের ৯৫ শতাংশ টিকিট যারা নিয়েছিল তারা এবার টিকিটের পরিমাণ নবায়ন করার জন্য ক্লাবকে চাপ দিচ্ছে।
গত বৃহস্পতিবার মাত্র এক ঘণ্টার মধ্যে নির্ধারিত টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। তবে ক্লাব সদস্যদের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে তাদের মধ্যে টিকিটগুলো এখনো দেয়া হয়নি। এবারের মৌসুমে টিকিটের দাম বাড়ানো সত্বেও বিক্রি মোটেই কম হয়নি।
আরও পড়ুন> রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেন রোনালদো
ক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে, মৌসুম শুরু হবার মাত্র মাসখানেক আগেই ২৫ হাজার ৩০০ মৌসুমী টিকিট বিক্রি হয়ে গেছে।
এদিকে রোনালদো ক্লাবে আসায় স্টেডিয়ামের কিছু কিছু অংশের টিকিটের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গড়ে এ মূল প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা শুধুমাত্র হোম ম্যাচের জন্য।
আরও পড়ুন> রোনালদোর জুভেন্টাসে যাওয়া সঠিক সিদ্ধান্ত : পেলে
উল্লেখ্য, টানা ১০ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর ১০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন ৩৩ বছর বয়সী রোনালদো। বর্তমানে রোনালদোই জুভেন্টাসের ইতিহাসের সবচেয়ে দামী তারকা। গত মৌসুমেই ৭৫.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনকে কিনেছিলে দলটি। এতো দিন এটাই ছিল সর্বোচ্চ।