১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

এলএ গ্যালাক্সির ডিফেন্ডার জুলিয়ান আরাউজোকে মাত্র ১৮ সেকেন্ডের জন্য দলে নিতে পারেনি বার্সেলোনা। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর ডেডলাইনের শেষদিনে ‘সিস্টেম এরর’ এর কারণে প্রয়োজনীয় কাগজপত্র সময়মত ফাইল করতে না পারায় আরাউজোকে দলে নিতে ব্যর্থ হয়েছে কাতালান জায়ান্টরা।

মেক্সিকোর ২১ বছর বয়সী রাইট-ব্যাককে দলে নেওয়ার জন্য বার্সেলোনা ফিফার রায়ের অপেক্ষায় ছিল। এর আগে ট্রান্সফার উইন্ডোর সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্পোর্টিং লিসবনের কাছে স্প্যানিশ রাইট-ব্যাক হেক্টর বেলেরিনকে ছেড়ে দিতে পেরেছিল বার্সেলোনা।

বেলেরিন চলে যাওয়ায় এ পজিশনে স্বীকৃত খেলোয়াড়ের অভাব ছিল। তবে মঙ্গলবার ডেডলাইন পার হয়ে যাওয়ার পর আরাউজোকে আর দলে নেওয়ার এখতিয়ার ছিল না।

প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরও সময়মত কাজ না হওয়ার পিছনে কম্পিউটার সমস্যাকে দায়ী করে বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্ট মাতেও আলেমানি।

তিনি বলেন, “বার্সেলোনার ‘বি’ দল বার্সা অ্যাথলেটিকে আরাউজোর আসার কথা ছিল। অল্প কিছু দ্বিধা থাকলেও তাকে দলের পাবার ব্যপারে আমরা আশাবাদী ছিলাম। আসলে কী হয়েছে তা স্পষ্টভাবে জানার চেষ্টা করছি। মাত্র ১৮ সেকেন্ডের জন্য তাকে আমরা দলে পেলাম না।”

বেলেরিনের বিদায়ের আগে বার্সেলোনা জানুয়ারিতে ফরোয়ার্ড মেমফিস ডিপেকে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ছেড়ে দেয়।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

১২১ মিলিয়নে চেলসিতে আর্জেন্টিনার এনজো!

১২১ মিলিয়নে চেলসিতে আর্জেন্টিনার এনজো!

বার্সেলোনার অনুরোধ মানেনি লা লিগা

বার্সেলোনার অনুরোধ মানেনি লা লিগা

বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

রাজস্ব আয়ে পজিটিভ বার্তা দিলো বার্সেলোনা

রাজস্ব আয়ে পজিটিভ বার্তা দিলো বার্সেলোনা