২০২৭ এশিয়ান কাপ ফুটবল সৌদি আরবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
২০২৭ এশিয়ান কাপ ফুটবল সৌদি আরবে

২০২৭ এশিয়ান কাপ ফটুবলের স্বাগতিক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করা হয়েছে। নিজেদের ইমেজ বৃদ্ধির লক্ষ্যে তেল সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে এশিয়ান কাপের পর বিশ্বকাপ বিডে অংশ নেওয়ারও ইঙ্গিত পাওয়া গেছে।

এশিয়ান কাপের বিডে তিন বারের বিজয়ী সৌদি আরবের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের নাম থাকলেও পরবর্তীতে তারা প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেয়।

বাহরাইনে বুধবার অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারশেন (এএফসি) কংগ্রেসে এশিয়ান কাপের স্বাগতিক হিসেবে সৌদি আরবের নাম নিশ্চিত করা হয়েছে। স্বাগতিক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুরকি আল ফয়সাল টুর্নামেন্টটি দুর্দান্তভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “ইতিহাসে অন্যতম সেরা একটি টুর্নামেন্ট উপহার দিতে আমরা মুখিয়ে আছি। ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে, যে কারণে দুর্দান্ত একটি টুর্নামেন্ট আয়োজনে আমরা আশাবাদী।”

এদিকে, ২০৩০ সালের বিশ্বকাপের জন্য যৌথ বিডে অংশ নিতে মিশর ও গ্রীসের সাথে আলোচনা শুরু করেছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে, তেল সমৃদ্ধ দেশটি সেখানেও সফল হতে পারে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

২০২৩ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত

২০২৩ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত

২০২৪ কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে

২০২৪ কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে