চলতি মাসের শেষভাগে মরক্কোয় ক্লাব বিশ্বকাপে অংশ নিবে লস ব্লাঙ্কোসরা। এর বাইরে তাদের খেলতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ লিগ। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, ফুটবল ক্যালেন্ডার ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে।
জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গেছে মাদ্রিদ।
বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, “আমরা কোন প্রতিযোগিতা হাতছাড়া করতে পারি না, কারণ আমাদের ক্লাব কোন প্রতিদ্বন্দিতা ছাড়তে না-রাজ। কিন্তু খেলোয়াড়দের বিশ্রাম দেয়াটাও জরুরি। কারণ, খেলার ক্যালেন্ডারটি বিশাল।”
তিনি আরও বলেন, “লা লিগা তাদের কাজই দেখতে চায়, স্প্যানিশ ফেডারেশন চায় তাদেরটা, একইভাবে ফিফা ও উইয়েফাও নিজেরটাই দেখছে।”
আনচেলোত্তি বলেন, “খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খেলার জন্য মুখিয়ে থাকি, আর খেলোয়াড়রা সেটি পছন্দ করে। কিন্তু সবকিছুর সীমা রয়েছে। এটি পরিবর্তনের জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে কিছু একটা করতে হবে।”
স্পোর্টসমেইল২৪/আরএস