দলের পারফরম্যান্স নিয়ে রয়েছে প্রশ্ন। বিশ্বকাপের পর থেকেই খুঁড়িয়ে চলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আ্ক্রমণভাগের খেলোয়াড় দিয়ে সাঁজানো ক্লাব পিএসজি । ফরাসি লিগের শেষ দুই ম্যাচে জিততে পারেনি তারা। এরইমধ্যে আরেকটি খারাপ খবর এসেছে দলের জন্য। ইনজুরিতে পড়েছেন নেইমার। খেলতে পারবেন না বুধবারের ম্যাচেও।
আগের ম্যাচে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন নেইমার। তবে নিষ্প্রভ ছিলেন বিশ্বকাপের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। মঁপেলিয়ের বিপক্ষে বুধবার রাত ২টায় মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের জন্য ঘোষণা করা ২১ সদস্যের দলে নেই নেইমার। তবে আছেন মেসি ও এমবাপ্পে ছাড়াও বাকিরা।
পিএসজির ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে জানোনোা হয়, নেইমারের ইনজুরির কথা। এজন্য মঙ্গলবার অনুশীলনও করেননি এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।
এ মৌসুমে নেইমার দারুন ফর্মে রয়েছেন। ২৫ ম্যাচে করেছেন ১৭ গোল।১৫টি গোলে তার সহায়তা রয়েছে।
এদিকে চেলসি মরোক্কান ফরোয়ার্ড হাকিম জিয়েশকে ধারে দলে ভিড়িয়েছে পিএসজি। এরই মধ্যে তিনি প্যারিসে পৌছে গেছেন। এই ফরৈায়ার্ডকে নিয়ে পিএসজি আক্রমণভাগে আরও ধার বাড়ালো।
তবে নেইমার না থাকায় কিছুটি চিন্তিত পিএসজির কোচ। তিনি জানিয়েছেন, ‘‘আমাদের আক্রমণে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের কোনো একজনকে ছাড়া খেতে গেলে সমন্বয়ে সমস্যা হয়।" এছাড়া আগের ম্যাচে লাল কার্ড দেখায় মঁপেলিয়ের বিপক্ষে মার্কো ভেরাত্তিকেও পাচ্ছে না পিএসজি।
স্পোর্টসমেইল২৪/জেএম