রোমাঞ্চকর জয়ে শেষ চারে রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১২ এএম, ২৭ জানুয়ারি ২০২৩
রোমাঞ্চকর জয়ে শেষ চারে রিয়াল মাদ্রিদ

শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি অ্যাতলেতিকো মা্দ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে উঠে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। শেষে ঝড়ে জয় পেয়ে কোপা দেল রে'র সেমিফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ।

নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতা থাকে। ইনজুরি টাইমে অ্যাতলেতিকো মাদ্রিদ দশজনের দলে পরিণত হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগায় রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময় শেষ হওয়ার পরের ৩০ মিনিটে দুটি গোল করে ৩-১ এ ম্যাচ জিতে নেয় কার্লো আনচেলত্তির দল।

লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় অ্যাতলেতিকো। ১৯তম মিনিটে বাঁ দিক থেকে উঁচু করে ডি-বক্সে ক্রস বাড়ান কোকে, অপ্রস্তুত রিয়াল রক্ষণকে ফাঁকি দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে নাহুয়েল মোলিনা পাস দেন ছয় গজ বক্সে। ফাঁকা জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা।

প্রথমর্ধে আর কোনো গোলের দেখা পায়নি দু'দল। তবে দুদলেরই সুযোগ এসেছিল একাধিক গোল করার। ৬৯তম মিনিটে ভালভেরদের বদলি নেমে ১০ মিনিট পর দারুণ গোলে দলকে এগিয়ে দেন রদ্রিগো। লুকো মদরিচের পাস ধরে অসাধারণ ড্রিবলে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের আরও দুজনের চ্যালেঞ্জ এড়িয়ে পোস্ট ঘেঁষে গোলটি করেন তিনি।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে বড় ধাক্কা খায় অ্যাতলেতিকো। কামাভিঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্টেভান সাভিচ। লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে।

দশ খেলোয়াড় নিয়ে কিছুটা রক্ষনাত্বক হয়ে যায় অ্যাতলেতিকো। এর পাঁচ মিনিট পর দলকে লিড এনে দেন করিম বেনজেমা। এবং শেষ বাঁশি বাজার আগে আরেকটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। গোল পোস্টে রিয়াল মাদ্রিদ ২৩টি এবং অ্যাতলেতিকো মাদ্রিদ ১২টি শঠ মারে।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে ম্যানইউ

শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে ম্যানইউ

সেমিতে মুখোমুখি নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া ও স্পেন-ইতালি

সেমিতে মুখোমুখি নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া ও স্পেন-ইতালি

মেসির আর্জেন্টিনা আবার মাঠে নামছে

মেসির আর্জেন্টিনা আবার মাঠে নামছে

সৌদি আরবে খেলা মেসির জার্সির দাম কত?

সৌদি আরবে খেলা মেসির জার্সির দাম কত?