সুপার কাপের স্বত্ব হারালো রাশিয়ান শহর কাজান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩
সুপার কাপের স্বত্ব হারালো রাশিয়ান শহর কাজান

চলতি বছরের আগস্টে নতুন ফুটবল মৌসুমের প্রথম ম্যাচ সুপার কাপ আয়োজনে রাশিয়ান শহর কাজানকে দায়িত্ব দেওয়া হলেও তা বাতিল করেছে উয়েফা। ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে উয়েফা এমন সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ বিশ্বকাপের স্বাগতিক শহর ছিল কাজান। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বিজয়ীদের মাঝে মৌসুম শুরুর এ ম্যাচটি ওই শহরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

১৬ আগস্ট অনুষ্ঠিতব্য ওই ম্যাচটির নতুন ভেন্যু হিসেবে অ্যাথেন্সের জর্জিয়াস কারাইসকাকিস স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয়েছে। ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর থেকে রাশিয়ান জাতীয় দল উয়েফা ও ফিফার সবধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ আছে। আন্তর্জাতি অলিম্পিক কমিটিও বিভিন্ন ক্রীড়ার সর্বোচ্চ সংস্থাকে নির্দেশ দিয়েছে রাশিয়াকে যেন কোন ম্যাচ বা টুর্নামেন্টের স্বাগতিক করা না হয়।

এবার উয়েফার পক্ষ থেকেও টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা আসলো।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

নিয়ম ভঙ্গ করায় পিএসজি-সহ আট ক্লাবকে উয়েফার জরিমানা

নিয়ম ভঙ্গ করায় পিএসজি-সহ আট ক্লাবকে উয়েফার জরিমানা

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক