২০ বছরের আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩
২০ বছরের আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যানসিটি

ম্যানসিটির অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে রেকর্ড গড়ে গেছেন সার্জিও আগুয়েরো। এই দলে রয়েছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। শক্ত অবস্থানের জন্য তিনি জোর লড়াই চালিয়ে যাচ্ছেন। এবার ম্যানসিটিতে যোগ দিলেন ২০ বছরের আরেক তরুন। মাক্সিমো পেরেনো রক্ষণাত্বক মিডফিল্ডার হিসাবে খেলেন। কিন্তু মাঝে মাঝে সেন্ট্রাল মিড ফিল্ডারেও খেলে থাকেন।

পেরেনোর জন্ম বুয়েন্স আয়ার্সে। আর্জেন্টাইন ক্লাব ভেলেস সারফিল্ড থেকে পেরেনোকে দলে নেওয়ার খবর সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ম্যানসিটি। ২০ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।

মাত্র গত বছরের মার্চে পেশাদার ফুটবলে পা রাখেন পেরোনে। ভেলেস সারফিল্ডের হয়ে ৩৩ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন দুটি। তবে এই পরিসংখ্যান দেখেই তার মান বিচার করা যাচ্ছে না। ২০২২ সালে ক্লাবের কোপা লিবের্তাদোরেসের সেমি-ফাইনালে ওঠার পথে তার বড় ভুমিকা ছিল।

এদিকে কত টাকায় ম্যানসিটিতে গেছে সেটা এখনও পরিস্কার হয়নি। বিবিসির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশী হিসাবে প্রায় একশো কোটি টাকায় তার চুক্তি হয়েছে।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৬ দলে খেলার অভিজ্ঞতা হয়েছে পেরেনোর। এখন তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলছেন। কলম্বিয়ায় চলছে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে শেষেই তিনি ম্যানসিটির হয়ে মাঠে নামবেন। শুরু হবে ইংলিশ লিগের পথচলা।


স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ষষ্ট স্তরের দলের বিপক্ষে এমবাপ্পের পাঁচ গোল

ষষ্ট স্তরের দলের বিপক্ষে এমবাপ্পের পাঁচ গোল

হলান্ডের রেকর্ড চতুর্থ হ্যাটট্রিক

হলান্ডের রেকর্ড চতুর্থ হ্যাটট্রিক

স্বরূপে ফিরেই টটেনহ্যামকে বিধ্বস্ত করলো ম্যানসিটি

স্বরূপে ফিরেই টটেনহ্যামকে বিধ্বস্ত করলো ম্যানসিটি

মেসির গুঞ্জনে ‘জল ঢাললেন’ সৌদি ফুটবল প্রধান

মেসির গুঞ্জনে ‘জল ঢাললেন’ সৌদি ফুটবল প্রধান