পুঁচকে প্রতিপক্ষ। সবাই প্রায় অপেশাদার ফুটবলার। পেইস দি কাসেল ফরাসি লিগের ষষ্ঠ স্তরে খেলে। এমন দলের বিপক্ষেও শুধু লিওনেল মেসি ছাড়া পুরো শক্তির দল নিয়ে খেলেছে পিএসজি। এই দলের বিপক্ষে ছেলেখেলায় মেতে উঠাই স্বাভাবিক। সেটাই হল। ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ বত্রিশে সোমবার রাতে ৭-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। এরমধ্যে এমবাপ্পেরই পাঁচ গোল।
এছাড়া একটি করে গোল করেছেন নেইমার ও কার্লোস সলের। পিএসজির ইতিহাসে এমবাপ্পেই প্রথম খেলোয়াড় হিসাবে পাঁচ গোল করার কৃতীত্ব দেখালেন।
ফ্রান্সের নর্ড বিভাগের কয়েকটি ছোট ক্লাব অঙ্গীভূত হয়ে পেইস দি কাসেল পথচলা শুরু। মাত্র চার বছর আগে ২০১৮ সালে তাদের পথচলা শুরু হয়। ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তর রিজিওনাল ওয়ানে খেলা ক্লাবটি ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৬৪’তে চতুর্থ স্তরের দল ওয়াসকুয়েহালকে টাইব্রেকারে হারিয়ে পিএসজির প্রতিপক্ষ হয়।
ম্যাচের শুরু থেকেই শুরু হয় আক্রমণ। দশ মিনিটে মাথায় জালের দেখা পান এমবাপ্পে। কিন্তু অফসাইডের বাঁশি বাজায় গোলটি বাতিল হয়ে যায়। তবে এরপর প্রথমার্ধেই চার গোল আদায় করে নেয় পিএসজি।
প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। গত মাসে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের পর আবার সেই স্বাদ পেলেন তিনি। ৫৬ ও ৭৯তম মিনিটে আরও দুই গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান এমবাপ্পে। পিএসজির ইতিহাসে এই প্রথম কেউ পাঁচ গোল করল।
এদিকে গোল উৎসবের ম্যাচে আরও একটি রেকর্ড করার কাছাকাছি এমবাপ্পে। সর্বোচ্চ গোলদাতা হতে তার প্রয়োজন মাত্র চারটি গোল। পিএসজির হয়ে সবোচ্চ ২০০ গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।
স্পোর্টসমেইল২৪/জেএম