ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ২২ জানুয়ারি ২০২৩
ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

বায়ার্ন মিউনিখের কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ইয়ান সোমার বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকলেও ইনজুরিতে থাকা অধিনায়ক ম্যানুয়েল নয়্যারই এখনো ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক। ৩৪ বছর বয়সী সোমার বৃহস্পতিবার বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ থেকে বায়ার্নে যোগ দিয়েছেন।

শুক্রবার আরবি লিপজিগের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে বায়ার্নের জার্সি গায়ে বুন্দেসলিগায় অভিষেক হয়েছে সোমারের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাগলসম্যান বলেন, “ইয়ান ভালো খেলেছে, এ ধরনের পরিস্থিতিতে খেলাটা সব সময় সহজ নয়। এতো অল্প প্রস্তুতি নিয়ে মাঠে নামাটা অত্যন্ত কঠিন। নয়্যার আমাদের অধিনায়ক এবং একজন বিশ্বমানের খেলোয়াড়।”

নাগলসম্যান আরও বলেন, “ম্যানুয়েল আমাদের অধিনায়ক এবং সেই নাম্বার ওয়ান। তাকে সুস্থ করে তোলার জন্য সম্ভাব্য সব চেষ্টাই আমরা করে যাচ্ছি। আশা করছি, গ্রীষ্মে সে দলে ফিরতে পারবে। এরপর যা হবে গ্রীষ্মেই আমরা সব স্পষ্ট করবো।”

ডিসেম্বরে বিশ্বকাপ থেকে জার্মানীর বিদায়ের পর ছুটি কাটাতে গিয়ে পায়ের হাড়ে চিড় ধরে নয়্যারের। তখন বলা হয়েছিল, পুরো মৌসুমে আর তার মাঠে নামা সম্ভব নয়।

সুইজারল্যান্ড জাতীয় দলের প্রথম একাদশের গোলরক্ষক সোমারকে ইউরোপের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়। নয়্যারের চেয়ে বয়সে দুই বছরের ছোট সোমার। ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত বায়ার্নের সাথে সোমারের চুক্তি হয়েছে, নয়্যারের থেকে যা এক বছর বেশি।

নয়্যারের ইনজুরিতে অনেকেই মনে করছেন, সোমারই হতে যাচ্ছে বায়ার্নের এক নম্বর গোলরক্ষক। গত ম্যাচ শেষে সোমার বলেছেন, ক্লাবে থিতু হওয়াই এখন তার মূল চ্যালেঞ্জ। আজকের ম্যাচটা সহজ ছিল না, যদিও আমরা অনুশীলনে অনেক বিষয় নিয়ে কাজ করেছি। আগামী দিনগুলোতে আরও ধীর-স্থির থেকে দলের জন্য ভূমিকা রাখতে চাই।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

অপ্রতিরোধ্য বায়ার্নের ছয়ে ছয়

অপ্রতিরোধ্য বায়ার্নের ছয়ে ছয়

স্ট্রাইকারের অভাব বোধ করছেন বায়ার্ন কোচ

স্ট্রাইকারের অভাব বোধ করছেন বায়ার্ন কোচ

১৯টি শট রুখে বায়ার্নকে দমিয়ে দেন সুইস বাজপাখি ইয়ান সোমার

১৯টি শট রুখে বায়ার্নকে দমিয়ে দেন সুইস বাজপাখি ইয়ান সোমার

‘বর্তমান ফিটনেসে ৩৯ বছর পর্যন্ত খেলতে পারবে মানে’

‘বর্তমান ফিটনেসে ৩৯ বছর পর্যন্ত খেলতে পারবে মানে’