সৌদি আরবে বিশাল অর্থের বিনিময়ে একটি প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল মেসিদের পিএসজি। রোমাঞ্চকর এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের বিপক্ষে ৫-৪ গোলে জয় পায় পিএসজি। এই ম্যাচে খেলা মেসির জার্সিটি নিলামে তুলেছে তার ক্লাব। বিশাল দামও উঠেছে। যেটির এখন পর্যন্ত দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ টাকা। তবে এই দাম কোথায় গিয়ে ঠেকবে তা এখনই বলা যাচ্ছে না।
মাঠে নাও দেখা যেতে পারে। পিএজি নিয়মিতই তাদের খেলোয়াড়দের জার্সি নিলামে তোলে। সৌদিতে খেলা ফুটবলারদের আরও ২০ জনের জার্সি নিলামে তোলা হয়েছে। মেসির জার্সি নিয়ে যে কাড়াকাড়ি হবে এতে অবাক হওয়ার খুব বেশি কিছু নেই।
পিএসজির এই নিলাম চলবে আরও আট দিন। একে তো আর্জেন্টাইন সুপারস্টারের ব্যবহৃত কস্টিউম, তার ওপর রোনালদো-মেসি মহারথের সাক্ষী সেটি। তাই মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে।
রোনালদোর বিপক্ষে খেলা মেসির জার্সির দাম যে আরও বাড়বে সেটা পূর্বের অভিজ্ঞতা থেকেই অনুমান করছে তার ক্লাব। কাতার বিশ্বকাপ জয়ের পর পিএসজির হয়ে খেলা মেসির প্রথম জার্সিটি বিক্রি হয়েছে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকায়।
এছাড় নেইমারের একটি জার্সি বিক্রি হয়েছে প্রায় নয় লাখ এবং কিলিয়ান এমবাপ্পের দুটি জার্সি ১৬ এবং ১৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। তারকা খেলোয়াড়দের ব্যবহারিত জিনিসগুলো এখাবেই চড়া দামে কিনে নেন ভক্ত সমর্থকরা।
স্পোর্টসমেইল২৪/জেএম