যৌন হয়রানির অভিযোগে দানি আলভেস গ্রেফতার হয়েছিলেন শুক্রবার সকালে। পরে বার্সা ইউনিভার্সাল তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের জামিন মঞ্জুর করেননি আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারের পর মেক্সিকান ক্লাব পুমাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করার ঘোষণা দেয়।
তবে এমন ঘটনায় বিস্মিত হয়েছেন আলভেসের সাবেক খেলোয়াড় ও কোচি হিসাবে সতীর্থ জাভি হার্নান্দেজ। আলভেসের জন্য তার খারাপও লাগছে।
স্পেনে যৌন নিপীড়নের অভিযোগের অর্থ হতে পারে অযাচিত এবং অবাঞ্ছিত যৌনতা থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত। স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গতবছর ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেস তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন। এছাড়া আরও কিছু প্রতিবেদনে ভিন্ন ভিন্ন কথা উঠে এসেছে।
দুই মেয়াদের বার্সেলোনার হয়ে খেলেছেন আলভেস। প্রথমে খেলোয়াড় ও পরে কোচ হিসেবে তার সঙ্গে কাজ করেছেন, স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জাভি।
আলভেসকে নিয়ে তিনি বলেন, “দানির জন্য আমার খারাপ লাগছে। দানি যেমন মানুষ এবং যখন আমাদের সঙ্গে ছিল তখন সে যেমন ছিল, সেই সময়ের কথা ভেবে আমি অবাক হয়েছি। এমন কিছু কেউই আশা করে না।” তিনি বলেন, “এমন পরিস্থিতিতে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত, হতবাক হয়ে গেছি। এটি এখন ন্যায় বিচারের বিষয়।"
এদিকে প্রথমে আলভেসের এক মুখপাত্র ‘দৃঢ়ভাবে অভিযোগ’ অস্বীকার করেছিলেন। আলভেস সেদিন নাইট ক্লাবে থাকার কথা স্বীকার করেন। তবে বাকিটা অস্বীকার করেন।
তিনি বলেছিলেন, “আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে? আমি কিভাবে একজন নারীর সঙ্গে এটা করব? না।”
আলভেস সর্বশেষ কাতার বিশ্বকাপেও খেলেছেন। কামেরুনের বিপক্ষে ম্যাচে তাকে অধিনায়কও করা হয়। তার বয়স এখন ৩৯। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সের অধিনায়ক হওয়ার রেকর্ডও গড়ে ফেলেন।
স্পোর্টসমেইল২৪/জেএম