কাতারে অনুশীলন ম্যাচে স্থানীয় আল মেসাইমির ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার মেসাইমির একাডেমি মাঠে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে পিছিয়ে পড়ার পরও ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।
ম্যাচের ২৬তম মিনিটে আল-হাবিবের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেসাইমির। তবে ম্যাচের ৮১তম মিনিটে শওকত হোসেন রনি গোলটি পরিশোধ করে দেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বলা হয়, ম্যাচের পুরোটা সময় জুড়ে বেশ ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। কয়েকটি গোলের সুযোগও সৃষ্টি করেছিল। তবে সফল হতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে নবনিযুক্ত ইংলিশ কোচ জেমি ডে’র তত্বাবধানে দুই সপ্তাহের অনুশীলনের জন্য কাতার গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত মাসে দায়িত্ব নেয়া এই ইংলিশ কোচ সেখান থেকে একটি ভাল কম্বিনেশনের দল গঠন করার চেস্টা করছেন।