এসি মিলানকে হারিয়ে ইন্টার মিলানের শিরোপা জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
এসি মিলানকে হারিয়ে ইন্টার মিলানের শিরোপা জয়

এডিন জেকোর প্রেরণাদায়ক নৈপূণ্যে নগর প্রতিদ্বন্দ্বি এসি মিলানকে হারিয়ে ইতালীয় সুপার কাপের শিরোপা অক্ষুণ্ন রেখেছে ইন্টার মিলান।সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করেছে ইন্টার।

ম্যাচের ১০ মিনিটে জেকোর যোগান থেকে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ফেদেরিকো ডিমার্কো। ২১ মিনিটে নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেকো। ম্যাচের ৭৭তম মিনিটে ইন্টারের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন লটারো মার্টিনেজ।

এর মাধ্যমে ইতালীর নতুন মৌসুমের প্রথম শিরোপাটি ঘরে তোলে ইন্টার মিলান। গত মৌসুমে জুভেন্টাসকে হারিয়ে শিরোপাটি ঘরে তুলেছিল দলটি।

খেলা শেষে জেকো সাংবাদিকদের বলেন, “আমরা দারুণ পারফর্মেন্স করেছি। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছে ছেলেরা। গত আসরেও আমরা শিরোপাটি জয় করেছিলাম। সুতরাং আমরা জানতাম কিভাবে এটি জয় করতে হয়।”

তিনি আরও বলেন, “দলের জন্য আরও একটি ট্রফি নিশ্চিত করতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতে আরও শিরোপা জয় করতে পারবো।”

মিলানের কোচ স্টেফানো পিউলি বলেছেন, “প্রথমার্ধে আমরা প্রত্যাশিত পারফর্মেন্স করতে পারিনি। এ সময় বেশ কিছু ভুলও করেছি। ফলে ম্যাচে ফেরাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এই পরাজয়টি আমাদের ব্যথিত করেছে। কারণ আমরা ট্রফিটি জয় করতে চেয়েছিলাম। তবে সামনে এখনো পুরো মৌসুম পড়ে আছে। এখন আমাদেরকে নিজেদের সেরা সামর্থ্য নিয়ে খেলায় ফিরতে হবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে হারিয়ে ইন্টারের টানা জয়

বার্সেলোনাকে হারিয়ে ইন্টারের টানা জয়

নিয়ম ভঙ্গ করায় পিএসজি-সহ আট ক্লাবকে উয়েফার জরিমানা

নিয়ম ভঙ্গ করায় পিএসজি-সহ আট ক্লাবকে উয়েফার জরিমানা

ইন্টারে ক্যারিয়ার নিয়ে ‘চিন্তিত’ সানচেজের নতুন ঠিকানা মার্শেই

ইন্টারে ক্যারিয়ার নিয়ে ‘চিন্তিত’ সানচেজের নতুন ঠিকানা মার্শেই

চেলসিতে ফেরাটা ভুল ছিল: লুকাকু

চেলসিতে ফেরাটা ভুল ছিল: লুকাকু