বাংলাদেশ সফরে আসতে পারে কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনে ঢাকা সফর করতে পারে দেশটির ফুটবল দল।
বাংলাদেশ ফুডবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আর্জেন্টিনার প্রস্তাবিত এ সফর চূড়ান্ত হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।”
তিনি আরও জানান, “আর্জেন্টিনা জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা এটা বলা যায়।”
এদিকে, আর্জেন্টিনা ফুটবল দল ঢাকার আসার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতেও তাদিগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সালাউদ্দিন জানিয়েছেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে যেন জরুরি ভিত্তিতে সব কাজ শেষ করা হয়।
মেসিরা বাংলাদেশে সফরে আসলেও মাঠে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ঠিক হয়নি। তবে এ বিষয়ে আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে করে দেশ ঠিক করবে বলে জানানো হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস