ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের কাছে একেবারেই নাস্তানাবুদ হয়েছে লিভারপুল। ব্রাইটনের সামনে তাদের মনে হয়েছে, নতুন খেলতে আসা কোনো দল। বল দখল, আক্রমণ, গোলে শট সব দিক থেকেই দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেয় ব্রাইটন।
লিভারপুলকে তারা হারায় ৩-০ গোলে। স্বাগতিক ব্রাইটনের ১৪ শটের নয়টি ছিল লক্ষ্যে। সেখানে ব্রাইটনের গোল বরাবর লিভারপুল শটই নিতে পেরেছে মাত্র দুটি। এমন খেলা দেখে জার্মান কোচ জুর্গেন ক্লপ একেবারেই হতাশার কথা জানালেন। হারের দায়টাও নিজের কাঁধে নিলেন। এমনকি এতো বাজে ম্যাচ করে খেলেছিল তার দল সেটাই মনে করতে পারেননি ক্লপ।
চলতি মৌসুম এমনিতে দুঃস্বপ্নের মতোই কাটছে লিভারপুলের। ২৮ পয়েন্ট নিয়ে লিগে এখন তারা আছে পয়েন্ট তালিকার নয় নম্বরে। ১৮ ম্যাচে জিততে পেরেছে মাত্র আটটিতে, হার ছয় ম্যাচে। টানা দুই ম্যাচেই তার দল তিনটি করে গোল খেয়েছে।
ম্যাচ শেষে ক্লপ বলেন, “এই ম্যাচের পারফরম্যান্স খুবই হতাশার। ব্রাইটনকে অভিনন্দন, বাজে একটি দলের বিপক্ষে দারুণ ম্যাচ খেলেছে তারা। আমরা ম্যাচে মোটেই ভালো খেলিনি। ম্যাচে একটা ভালো সময়ের কথা মনে করতে পারছি না।”
তিনি বলেন, “এই ম্যাচের চেয়ে পরবর্তিতে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটাই হয়তো সবচেয়ে তলানীর খেলা। এতো বাজে খেলেছি এমন কোনো ম্যাচের কথা আমার অনন্ত মনে পড়ছে না।”
আগের মৌসুমে দ্বিতীয় হয়েছিল লিভারপুল। মাত্র এক পয়েন্টের ব্যবধানে ম্যানসিটির কাছে শিরোপা হারায় লিভারপুল। এবার তাদের খেলার যে অবস্থা তাতে শিরোপার দৌড়ে থাকা অসম্ভবের দিকে যাচ্ছে। প্রায় অর্ধেক খেলা হয়ে গেল। কিন্তু পয়েন্ট টেবিলের লিভারপুলের অবস্থান আট নম্বরে। ইংলিশ লিগে তাদের পরবর্তি ম্যাচ চেলসির বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/জেএম