ব্রাইটনে এবার বিধ্বস্ত হল লিভারপুল। চেনা আঙিনায় উজ্জীবিত ফুটবল খেলল ব্রাইটন। লিভারপুলকে পাওয়া গেল না পুরো ম্যাচে। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে তিন গোল দিল ব্রাইটন। নিজেদের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে লিভারপুলকে হারায় তারা।
ব্রাইটনের হয়ে দুটি গোল করেন সলি মার্চ ও একটি গোল করেন ড্যানি ওয়েলবেক। আগের ম্যাচের জুর্গেন ক্লুপের দল তিন গোল হজম করেছিল। ব্রেন্টফোর্ডের মাঠে তারা হেরেছিল ৩-১ গোলে।
এই জয়ে লিভারপুলকে টপকে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে গেছে ব্রাইটন। সমান ১৮ ম্যাচ খেলা লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
পুরো ম্যাচে পাত্তাই পায়নি লিভারপুল। সব দিক থেকেই দাপট দেখিয়েছে ব্রাইটন। তবে প্রথমার্ধে বেশ কয়েকট সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ৪০ মিনিটে মার্চকে ফাউল করায় পেনাল্টির বাঁশি দেয় রেফারি। কিন্তু পরে ভিএআর দেখে সেটা বাতিল করেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুই গোলের দেখা পেয়ে যায় ব্রাইটন। ৪৬ মিনিটেই সেই মার্চ দলকে এগিয়ে দেন। গোল উদযাপন শেষ হতে না হতেই ৫৩ মিনিটে সলি মার্চ আরেকটি দুর্দান্ত গোলে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যান। ম্যাচের শেষদিকে লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকেন ওয়েলবেক।
স্বাগতিকরা ৬২ ভাগ বল দখল নিয়ে খেলেছেন পুরো ম্যাচে। ১৬টি শট তারা গোল পোস্টে মারেন। নয় শট লক্ষ্যে পৌছায়। ১৫ ফাউলের সঙ্গে আরও তিনটি হলুদ কার্ডও খেলেছে খেই হারিয়ে ফেলে লিভারপুল।
স্পোর্টসমেইল২৪/জেএম