ফাইনালের আগে সতীর্থদের কি বলেছিলেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩
ফাইনালের আগে সতীর্থদের কি বলেছিলেন মেসি

কাতার বিশ্বকাপে দুর্দান্ত এক আর্জেন্টিনাকে দেখেছে ফুটবল বিশ্ব। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ধাক্কা খাওয়ার পরই বদলে গেছে আর্জেন্টিনার রুপ। এরপর সব ম্যাচে জিতেই ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে লিওনেল মেসির দল।

ফাইনালে ৭০ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। এই সময়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রন ছিল তাদের হাতেই। এমনকি টাইব্রেকারেও তাদের মানসিকতা ছিল ইতিবাচক। কিন্তু ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন মেসি? সেটাই এত দিন পর ফাঁস করলেন মেসির সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা ফুটবলার অ্যালিস্টার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিটা ম্যাচের আগে আমাদের সঙ্গে কথা বলত মেসি। আমাদের উপর থেকে চাপ কাটাতে চাইত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসি।"

তিনি বলেন, “মেসি বলেছিল যে এটা তার শেষ বিশ্বকাপ। আমরা জানতাম সে কতটা মিস করে এই ট্রফিটা। আমরা তার জন্যই জিতেছি। ডি মারিয়া এবং মেসি এই দু’জনের জন্যই আমরা বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম।”

পরের বিশ্বকাপে ২০২৬ সালে। সেই সময় মেসির বয়স হবে ৩৯ বছর। মেসি নিজেও নিশ্চিত নন যে, ওই সময় তিনি খেলতে পারবেন কি না। যদিও তার থেকে বেশি বয়সের ফুটবলার বিশ্বকাপে খেলেছেন। আর মেসি এখনও পুরো ফিট।

এই ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারলে হয়তো পরের বিশ্বকাপেও দেখা যেতে পারে এই কিংবদ্বন্তিকে। তবে মেসি বার বার বলেছেন যে, কাতারই ছিল তার শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি যদিও মনে করেন, মেসি আরও একটা বিশ্বকাপ খেলবেন।
স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-এমবাপ্পে

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-এমবাপ্পে

আর্জেন্টিনায় অধিকাংশ সদ্যোজাত শিশুর নামকরণ হচ্ছে মেসি!

আর্জেন্টিনায় অধিকাংশ সদ্যোজাত শিশুর নামকরণ হচ্ছে মেসি!

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলকারাজ এখন সাউদাম্পটনের

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলকারাজ এখন সাউদাম্পটনের

ফিফা বর্ষসেরা গোলকিপারের তালিকাতেও আর্জেন্টিনার মার্টিনেজ

ফিফা বর্ষসেরা গোলকিপারের তালিকাতেও আর্জেন্টিনার মার্টিনেজ