ফিফা বর্ষসেরা গোলকিপারের তালিকাতেও আর্জেন্টিনার মার্টিনেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩
ফিফা বর্ষসেরা গোলকিপারের তালিকাতেও আর্জেন্টিনার মার্টিনেজ

৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। এই বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারও হয়েছেন তিনি। এবার ফিফা বর্ষসেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিলেন।

এদিকে সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। তার সঙ্গে এই তালিকায় রয়েছেনে ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তোলা দিদিয়ের দেশম। এছাড়া ম্যানসিটির কোচ পেপ গুয়াদিওয়ালা, কার্লো আনসেলোত্তি ও ওয়ালিদ রেগ্রাগুই।

বিশ্বকাপে পেনাল্টি শট ঠেকানোয় মার্টিনেজের জুড়ি ছিল না। দুর্দান্ত সব সেভও করেছেন তিনি। এই আর্জেন্টাইনের সঙ্গে আরও চারজন। তারা হলেন-এলিসন বেকার, থিবো কোর্তোয়া, এডারসন ও ইয়াসিন বোনো।

ই তালিকা থেকেই সেরাদের বেছে নেবে ফিফা। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, সেরার লড়াইয়ে জিততে ক্লাব ও দেশের খেলা-দুটোর পারফরম্যান্স বিবেচনায় আনা হয়।
স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-এমবাপ্পে

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-এমবাপ্পে

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলকারাজ এখন সাউদাম্পটনের

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলকারাজ এখন সাউদাম্পটনের

গিনি-বিসাউ-এ পেলের নামে স্টেডিয়াম

গিনি-বিসাউ-এ পেলের নামে স্টেডিয়াম

অলিম্পিকস নারী ফুটবল বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

অলিম্পিকস নারী ফুটবল বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ