কাতার ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন লিওনেল মেসি, গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের দুই সেরা ও পিএসজির সতীর্থরা অনুমিতভাবেই রয়েছেনে ফিফা বর্ষসেরার তালিকাতেও। এছাড়া কাতার বিশ্বকাপে সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও সেরা কোচ লিওনেল স্কালোনি রয়েছেন তাদের বিভাগের সেরার দৌড়ে।
এদিকে মেসি ও এমবাপ্পে থাকলেও বর্ষসেরার দৌড়ে ১৪ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২২ সালে একের পর এক বিতর্কে জড়িয়েছেন রোনালদো। বিশ্বকাপেও ব্যর্থ তিনি। এই কারণেই সেরাদের তালিকায় এবার নেই সিআর৭।
২০২২ সালে ফুটবলের দুনিয়ায় যারা ভালো খেলেছেন তাদেরই জায়গা হয়েছে তালিকায়। দেশের ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলও সেখানে বিচার করা হয়েছে। মেসি, এমবাপ্পে ছাড়া তালিকায় রয়েছেন ব্যালন ডি অরজয়ী করিম বেনজেমা। বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। রয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরফ হাকিমিরা। ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার লুকো মদরিচ, পোল্যান্ডের লেওয়ানডস্কিও তালিকায় রয়েছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে দারুন পারফর্ম করেছেন জুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটিতে তাকে সেভাবে দেখা যায়নি। তব বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় ভূমিকা। এদিকে সারা বছরই নানা বিতর্কে জড়িয়ে ছিলেন রোনালদো। একই সঙ্গে মাঠের পারফরম্যান্সেও তেমন কিছু ছিল না। ইউরোপ ছেড়ে বিশ্বকাপের পরপরই তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন।
ফিফা বর্ষসেরার জন্য ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা: লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, জুলিয়ান আলরোজ, জুড বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইন, আর্লিং হল্যান্ড, আশরফ হাকিমি, রবার্ট লেওয়ানডস্কি, সদিও মানে, লুকা মদরিচ, নেইমার, মহম্মদ সালাহ ও ভিনিসিয়াস জুনিয়র।
স্পোর্টসমেইল২৪/জেএম