শত শত সমর্থকদের উল্লাসের মধ্যে বুধবার জাপানে পৌঁছেছেন বার্সেলোনার কিংবদন্তী ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। জে লিগে ভিসেল কোবের হয়ে খেলবেন সদ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ইনিয়েস্তা।
স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী ৩৪ বছর বয়সি এ ফুটবল তারকা বার্সেলোনার হয়ে জয় করেছেন ৩২টি শীর্ষ পর্যায়ের ট্রফি। কাতালানীয় জায়ান্ট ক্লাবের হয়ে তিনি অংশ নিয়েছেন ছয় শ’রও বেশি ম্যাচে। মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি গত মে মাসে জাপানি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
কোবের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে ইনিয়েস্তা যখন পশ্চিম জাপানের ওসাকা বিমান বন্দরে অবতরণ করেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে সেখানে জড়ো হয় তিনশ’র বেশি সমর্থক।
তিনি আরও বলেন, ‘ইনিয়েস্তা বলেছেন, আমি জাপানে আসার অপেক্ষায় ছিলাম। যত দ্রুত সম্ভব আমি খেলায় নামতে চাই। আগামী রোববার মাঠে নামার জন্য আমি প্রস্তুত। সেখানে সমর্থকদের জন্য ভালো খেলা উপহার দিতে চাই।’