ম্যানসিটিতে বিধ্বস্ত হয়ে বিদায় চেলসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ০৯ জানুয়ারি ২০২৩
ম্যানসিটিতে বিধ্বস্ত হয়ে বিদায় চেলসির

৪৮ ঘণ্টার ব্যবধান দু’বার মুখোমুখি হয়েছে ম্যানসিটি ও চেলসি। দু’বারই ম্যাচ জিতে নিল ম্যানসিটি। রোববার রাতে ম্যানসিটি ঝড়ে উড়ে গেছে চেলসি। তারা বিদায় নিয়েছে এফএ কাপ থেকেও। ম্যানসিটির গোলমেশিন আর্লিং হল্যান্ডকে ছাড়াই ঘরের মাটিতে তাদের জয় ৪-০তে। বড় জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে শুক্রবার ০-১ গোলে চেলসি। রোববার ইতিহাদে ঘরের মাটিতে ম্যানসিটি একাদশে একাধিক পরিবর্ত এনে মাঠে নামে। হল্যান্ড ছাড়াও কেভিন ডি ব্রুইন, গুন্দোয়ানদের খেলাননি কোচ। শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে সিটি। ২৩ মিনিটেই দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ।

২৭ মিনিটে নিজেদের বক্সের মধ্যে হাভাৎজর হাতে বল লাগে। ভিএআর’র সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ম্যানসিটিকে ২-০ এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় তারকা হুলিয়ান আলভারেজ। ৩৮ মিনিটে বাঁ-পায়ের শটে ৩-০ করেন ফোডেন। দ্বিতীয়ার্ধে ম্যান সিটির আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে নিজেদের বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। নিজের দ্বিতীয় ও ম্যানসিটির হয়ে চতুর্থ গোল করেন মাহরেজ।

এদিকে আগেরদিন এগিয়ে গিয়েও পুঁচকে উলভসের বিপক্ষে ড্র করে লিভারপুল। শনিবার রাতে অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটি ড্র হয়। শেষ মুহুর্তে উলভসের একটি গোল বাদ না হলে হারে নিয়েই মাঠ ছাড়তে হতো লিভারপুলকে।
স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসিকে হারিয়ে শীর্ষস্থানের ব্যবধান কমালো ম্যানসিটি

চেলসিকে হারিয়ে শীর্ষস্থানের ব্যবধান কমালো ম্যানসিটি

সাকিব কি তাহলে ‌‘অনিল কাপুর'  হবেন!

সাকিব কি তাহলে ‌‘অনিল কাপুর' হবেন!

টিভিতে আজকের খেলা (৭ জানুয়ারি ২০২৩)

টিভিতে আজকের খেলা (৭ জানুয়ারি ২০২৩)

নিউক্যাসলে পয়েন্ট হারালো আর্সেনাল

নিউক্যাসলে পয়েন্ট হারালো আর্সেনাল