আর্জেন্টিনায় অধিকাংশ সদ্যোজাত শিশুর নামকরণ হচ্ছে মেসি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩
আর্জেন্টিনায় অধিকাংশ সদ্যোজাত শিশুর নামকরণ হচ্ছে মেসি!

বিশ্বকাপে জেতার পর আর্জেন্টিনায় সদ্যোজাত শিশুর নামকরণ মেসির নামে রাখার সংখ্যা বেড়ে গেছে ৭০০ ভাগ। এমনকি মেয়েদেরও নামকরণ হচ্ছে মেসির নামে।

লিওনেল মেসির নামে আর্জেন্টিনায় সদ্যোজাতদের নামকরণ নতুন নয়। কিন্তু ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় সেটা আরও বেড়ে গেছে। ডিসেম্বরে মেসির শহর রোজারিয়োতে তার নামে সদ্যোজাতদের নামকরণ ছড়াছড়ি। আর্জেন্টিনার সংবাদপত্র লা ক্যাপিটাল এমনটাই জানিয়েছে।

২০২২ সালের ডিসেম্বর মাসে রোজারিয়োতে যে হারে সদ্যোজাত ছেলেদের নাম লিওনেল ও মেয়েদের মেয়েদের নাম লিওনেলা দেওয়া হয়েছে তা আগের মাসের তুলনায় ৭০০ শতাংশ বেশি। ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। তার পরেই এই প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে তারা।

বড় তারকাদের নামে নামকরণ সারাবিশ্বে প্রচালিত রয়েছে। এমনকি যখন ভারতের শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের শহীদ আফ্রিদিরা দারুন ফর্মে ছিলেন তখন তাদের নামেই বাংলাদেশে অনেক শিশুর নামকরণ হয়েছে।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে, রোজারিয়োর সিভিল রেজিস্ট্রিতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই শহরে গড়ে ছয়জন সদ্যোজাতের নাম মেসির নামে রাখা হত। ডিসেম্বর মাসে সেটা বেড়ে হয়েছে ৪৯। বাবা-মায়েরা চাইছেন, দেশের সব থেকে বড় তারকার নামে ছেলে-মেয়ের নাম রাখতে।

এদিকে অবাক হলেও সত্যি মেসির নাম রাখা হয়েছিল আমেরিকার বিখ্যাত সঙ্গিত শিল্পী লিওনেল রিচির নামে অনুপ্রাণিত হয়ে।

মা সেলিয়া জানিয়েছেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন রিচির একটি গান ‘সে ইউ, সে মি’ খুব বিখ্যাত হয়েছিল। তাই ছেলের নাম তার নামে রেখেছিলেন সেলিয়া। কিন্তু ছেলের দৌলতে এখন রোজারিয়োয় মেসির ছড়াছড়ি।


েস্পার্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনই অবসর নিচ্ছেন না মেসি

এখনই অবসর নিচ্ছেন না মেসি

মেসির যেখানে রেকর্ড আর রেকর্ড

মেসির যেখানে রেকর্ড আর রেকর্ড

মেসির আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ

মেসির আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ

ব্রাজিলকে ‘কটাক্ষ’ করে আর্জেন্টিনার জয় উদযাপন!

ব্রাজিলকে ‘কটাক্ষ’ করে আর্জেন্টিনার জয় উদযাপন!