এখনও ক্লাবের সঙ্গে যোগ দেননি লিওনেল মেসি। আগের ম্যাচে লাল কার্ডের কারণে একাদশে ছিলেন না নেইমারও। তবে বাকিদের নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লঁসের বিপক্ষে ম্যাচ জেতাতে পারেননি এমবাপ্পে।
ম্যাচ না জিতলেও হারের পর ছুটিতে যাচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড। চূড়ান্ত না হলেও দশদিনের ছুটি পেতে পারেন তিনি।
রোববার লঁসের কাছে ১-৩ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এই হারে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার নজির ভেঙে গেল। দ্বিতীয় স্থানে থাকা লঁসের সাথে পয়েন্ট ব্যবধানও কমেছে পিএসজির। সমান ১৭টি করে ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৪, লঁসের পয়েন্ট ৪০।
এদিকে এমবাপ্পের সঙ্গে ছুটিতে যাচ্ছেন দলের আরেক তারকা আশরাফ হাকিমিও। শুক্রবার ফরাসি কাপে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে পিএসজি। তার পর ১১ জানুয়ারি ফরাসি লিগে মুখোমুখি হবে অ্যাঙ্গার্সের।
এই দুই ম্যাচে এমবাপ্পে ও হাকিমির খেলা হবে না। তবে ১৫ জানুয়ারী রেনাইসের বিপক্ষে খেলবে পিএসজি। এদিন মাঠে নামতে পারেন এমবাপ্পে। একইদিনে বিশ্বকাপের পর প্রথম ক্লাব ম্যাচে দেখা যেতে পারে মেসিকেও।
মেসি দু'একদিনের মধ্যেই ক্লাবে যোগ দেবেন। তার পুনর্বাসন প্রক্রিয়া দুই সপ্তাহের মতো সময় লাগবে।
পিএসজি-র কোচ ক্রিস্তোফ গালতিয়ে বলেছেন, “হাকিমি এবং এমবাপ্পেকে আপাতত কিছুদিন বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুটো ম্যাচেই তাদের খেলানোর পরিকল্পনা ছিল। এবার ওরা বিশ্রাম নিতে পারে। ”
ম্যাচে হার নিয়ে তিনি বলেন, “আমার দলকে তো মাঠে খুঁজেই পাইনি। তবে এমবাপ্পে খুব ভালো মানসিকতা দেখিয়েছে। যদিও মেসি ও নেইমার নেই। কিন্তু হারের জন্য এটা কোনো কারণ হতে পারে না। "
স্পোর্টসমেইল২৪/জেএম