ফ্রি-ট্রান্সফার সুবিধায় ব্রাজিলিয়ান সিরি-এ ক্লাব গ্রেমিওতে যোগ দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ২০২৪ সালের শেষ পর্যন্ত সুয়ারেজ এ ক্লাবেই থাকবেন।
লিভারপুল, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক এ স্ট্রাইকার ৩৫ বছর বয়সী সুয়ারেজ জুলাইয়ে তার ছোটবেলার ক্লাব ন্যাসিওনালে ফিরে গিয়ে তিন মাস ছিলেন।
ওই ক্লাবের হয়ে দ্বিতীয় মেয়াদে সুয়ারেজ ১৬ ম্যাচে ৮ গোল করেছেন। তার নেতৃত্বেই ন্যাসিওনাল উরুগুইয়ান চ্যাম্পিয়নশীপে জয়লাভ করে।
নতুন বছরের ১৭ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচে সাও লুইজের মোকাবেলা করবে গ্রেমিও। পোর্তো আলেগ্রে শহরের ক্লাব গ্রেমিও ২০২২ মৌসুমে ব্রাজিলিয়ান সিরি-বি লিগে উন্নীত হয়েছে। গত নভেম্বরে লিগ শেষ হয়েছিল।
এ সম্পর্কে সুয়ারেজ টুইটারে লিখেছেন, ‘গ্রেমিতেও অসাধারন একটি চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে আমি মুখিয়ে আছি। পুরো বিষয়টা আমি বেশ উপভোগ করছি।’
কাতার বিশ্বকাপে উরুগুয়ের তিনটি ম্যাচেই অংশ নিয়েছেন সুয়ারেজ। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।
স্পোর্টসমেইল২৪/আরএস