জোড়া গোল দিয়ে বিশ্বকাপ হতাশা কাটালেন বেনজেমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২
জোড়া গোল দিয়ে বিশ্বকাপ হতাশা কাটালেন বেনজেমা

রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করে বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা কাটালেন করিম বেনজেমা। লা লিগার ম্যাচের শেষভাগে বেনজেমার দেওয়া গোলে ভায়াদোলিদের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রানে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের ফরাসি দলের সদস্য ছিলেন ব্যালন ডি’অঁর খেতাব জয়ী বেনজেমা। তবে প্রথম ম্যাচের আগেই অনুশীলনের সময় উরুর ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে স্কোয়াড ছাড়তে বাধ্য হন বেনজেমা। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফ্রান্স রানারআপ হবার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান করিম বেনজেমা।

১৯ অক্টোবর এলচের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে রিয়ালের হয়ে গোল করার পর শুক্রবার প্রথম গোল করলেন বেনজেমা। অবশ্য প্রথম গোল পেতে দীর্ঘ সময় ধৈর্য্য ধরতে হয়েছে বেনজেমাকে। ম্যাচের ৮৩তম মিনিটে জাভি সানচেজের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। ছয় মিনিট পর স্বদেশি এডুয়ার্ডো কামাভিঙ্গার পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি।

এ জয়ে বার্সেলোনার সঙ্গে এক পয়েন্টের ব্যবধান নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য এস্পানিওলের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারবে বার্সেলোনা।

খেলা শেষে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, “আমাদের জন্য ম্যাচটি বাঁচিয়ে দিয়েছেন করিম। আগের বছরের তুলনায় ছন্দে কিছুটা ঘটাতি থাকলেও দারুণ খেলেছেন তিনি। যদিও আরও এক বা দুটি বেশি গোলের সুযোগ তিনি পেয়েছিলেন।

শুক্রবার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের সঙ্কটকে আরও ঘনীভূত করেছে সেভিয়া। এ অর্ধে ১৫টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে সেভিয়া। লা লিগার আরেক ম্যাচে বোর্জা মায়োরালের জোড়া গোলে গেতাফে ২-০ গোলে মায়োর্কার বিপক্ষে জয়লাভ করলেও ১-১ গোলে ড্র হয়েছে আলমেরিয়া বনাম কাডিজের মধ্যকার ম্যাচটি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রান্সের হারের পরদিন বেনজেমার বিদায়

ফ্রান্সের হারের পরদিন বেনজেমার বিদায়

এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

‘বিতর্কিত পেনাল্টি’, রেফারিকে ধুয়ে দিলেন রিয়াল কোচ

‘বিতর্কিত পেনাল্টি’, রেফারিকে ধুয়ে দিলেন রিয়াল কোচ