ক্যারিয়ারের পড়ন্ত বেলা, ম্যানইউতে থাকা নিয়ে সমালোচনার পর বিচ্ছেদ। এরপর ক্লাব শূন্য ছিলেন প্রায় দেড় মাস। বিশ্বকাপেও সব ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে সব জল্পনা-কল্পনা ছেড়ে ফুটবল তারকা পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এখন দেখা যাবে এশিয়াতে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সী এই ফুটবলের ক্যারিয়ার আরও রোমাঞ্চিত করার অপেক্ষায়।
ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এশিয়াতে। রোনালদো মনে করছেন, এশিয়ার ফুটবলে বিচরণের জন্য এখনই উপযুক্ত সময়। আড়াই বছরের জন্য তিনি নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।
ধারণা করা হচ্ছে, এ ক্লাব থেকে বছরে ২১ কোটি ডলারের বেশি আয় করবেন রোনালদো সত্যি হলে এটি হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হবে।
নতুন যাত্রার কথা জানিয়ে এক বিবৃতিতে রোনালদো বলেন, “ইউরোপিয়ান ফুটবলে যা কিছু জিততে চেয়েছি তার প্রায় সবই জিতেছে। এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি।”
এশিয়া নিয়ে তিনি বলেন, “এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সঠিক সময় মনে করছি এখনই। নতুন অভিজ্ঞতার জন্য আমি রোমাঞ্চিত। আল নাসের ক্লাবের দৃষ্টিভঙ্গিও খুব অনুপ্রেরণাদায়ী।”
এদিকে, মহাতারকাকে কাছে পেয়ে উল্লসিত আবু নাসেরও। এ বিষয়ে তারাও বিবৃতি দিয়েছে। ক্লাবটি থেকে বলা হয়, “রোনাল্ডোকে পাওয়া নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাওয়ার চেয়ে অনেক বেশি কিছু। এই চুক্তি আমাদের লিগ ও গোটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে।”
স্পোর্টসমেইল২৪/জেএম/আরএস