রাশিয়া বিশ্বকাপে ১৬৯ গোল, ২৯ পেনাল্টি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৭ জুলাই ২০১৮
রাশিয়া বিশ্বকাপে ১৬৯ গোল, ২৯ পেনাল্টি

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়াল দ্বৈরথের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মহাযজ্ঞ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রোববার ফাইনালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে শেষ হাসি হেসেছে। এর ফলে দ্বিতীয়বারের মতো নিজেদের ঘরে বিশ্বকাপের ট্রাফি তুললো ফরাসীরা।

এদিকে এবারের বিশ্বকাপে মোট ৬৪ ম্যাচে ১৬৯টি গোল হয়েছে। এর মধ্যে পেনাল্টি হয়েছে ২৯টি এবং লাল কার্ড দেখেছেন মোট চারজন খেলোয়াড়।

সংখ্যাতত্ত্বে এবারের বিশ্বকাপ :

গোল ১৬৯ :
এবারের বিশ্বকাপে গোল হয়েছে সর্বমোট ১৬৯টি। যা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ ও ২০১৪ সালের বিশ্বকাপে সমান ১৭১টি গোল হয়েছিল। গত ৬টি বিশ্বকাপে দল সংখ্যা বাড়ায় ৩২টি দল নিয়ে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবার পর থেকেই গোল সংখ্যাও স্বাভাবিকভাবেই বেড়েছে।

নক-আউট পর্বে গোল
রাশিয়া বিশ্বকাপে নক-আউট পর্বে হওয়া ৪৫টি গোল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫৪ ও ১৯৯৪ সালে নক-আউট পর্বে ৪৪টি করে গোল হয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এছাড়াও রাশিয়ায় আরও কিছু রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি পেনাল্টি ২৯টি এবং তা থেকে সর্বোচ্চ ২২টি গোল এবং সবচেয়ে বেশি আত্মঘাতী ১২টি গোল হয়েছে।

নয় (৯) :
পুরো বিশ্বকাপ জুড়ে চ্যাম্পিয়ন ফ্রান্স মাত্র ৯ মিনিট পিছিয়ে ছিল। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স ঠিক ৯ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত পিছিয়ে ছিল। এছাড়া প্রতিটি ম্যাচেই তারা প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিল।

১৯৮৬ সালে শেষ ষোলোর রাউন্ড প্রবর্তিত হওয়ার পরে চ্যাম্পিয়ন কোন দলের জন্য এটা চতুর্থ সর্বোচ্চ সাফল্য। এর আগে ১৯৯০ সালে জার্মানী এক সেকেন্ডের জন্য পিছিয়ে থাকেনি। ১৯৯৮ সালে ফ্রান্স এক মিনিট ৭ সেকেন্ড ও ২০১৪ সালে জার্মানী ৭ মিনিট ৫৬ সেকেন্ড পর্যন্ত প্রতিপক্ষের সাথে পিছিয়ে ছিল।

দুই (২) :
ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মারিও মান্দজুকিচ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় ও ফাইনালে প্রথম খেলোয়াড় হিসেবে উভয় দলের জন্য গোল করেছেন। ফ্রান্সের বিপক্ষে মস্কোর ফাইনালে প্রথমে তিনি আত্মঘাতী গোল করেন। এরপর নিজ দলের পক্ষে গোল করেন। এর আগে ১৯৭৮ সালে ডাচ ডিফেন্ডার এরনি ব্রান্ডেটস ইতালির বিপক্ষে ১৮ মিনিটে আত্মঘাতী গোল করার পরে ৫০ মিনিটে সমতা ফিরিয়েছিলেন।

গোল্ডেন বল-২৪ :
এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার জিতেছেন ক্রোয়েশিয়ান লুকা মড্রিচ। আর এ নিয়ে টানা ষষ্ঠবারের মত এমন একজন গোল্ডেন বল জিতলেন যার দল ওই বিশ্বকাপে শিরোপা জিতেনি। ২৪ বছর আগে সর্বশেষ ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় হিসেবে ব্রাজিলের রোমারিও গোল্ডেন বল জিতেছিলেন।

তারপর থেকে গোল্ডেন বল জেতা খেলোয়াড়রা হলেন রোনালদো, অলিভার কান, জিনেদিন জিদান, দিয়েগো ফোরলান, লিওনেল মেসি ও মড্রিচ। এর মধ্যে শুধুমাত্র ফোরলানের দল উরুগুয়ে ওই বিশ্বকাপে দ্বিতীয় স্থান পায়নি।

এক (১) :
এবারের বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে রাফায়েল ভারানে একই বছর বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন। বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের হয়ে ভারানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। ভারানে অবশ্য টানা চতুর্থ মাদ্রিদ খেলোয়াড় হিসেবে এ রেকর্ড গড়লেন।

এর আগে ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান কারেমবেউ, ২০০২ সালে রবার্তো কার্লোস ও ২০১৪ সালে সামি খেদিরা মাদ্রিদের খেলোয়াড় হিসেবে একই বছর বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন। সর্বমোট ১১ জন খেলোয়াড় এখন পর্যন্ত এ কৃতিত্ব দেখিয়েছেন। এর মধ্যে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের নেতৃত্বে ১৯৭৪ সালে বিশ্বকাপ জয়ী জার্মান দলের সাতজন বায়ার্ন মিউনিখের খেলোয়াড় ছিলেন যারা ঐ বছরই ইউরোপীয়ান কাপ জিতেছিলেন।

বিপরীতে একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের ফাইনালে পরাজিত দলের সদস্য হিসেবে ডেজান লোভরেন আরেক রেকর্ড গড়েছেন। ১৩তম খেলোয়াড় হিসেবে লোভরেন এবারের মৌসুমে লিভারপুল ও ক্রোয়েশিার হয়ে দুই প্রতিযোগিতার ফাইনালে হারের স্বাদ পেলেন।

এক (১) :
ফাইনালে পল পগবা ফ্রান্সের হয়ে গোল করেছেন। ১৯৯৮ সালে ব্রাজিলের হয়ে আর্সেনালের এমানুয়েল পেতিত গোল করেছিলেন। তারপর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম কোন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পগবা।

লাল কার্ড-৪ :
এবারের বিশ্বকাপে মাত্র ৪টি লাল কার্ডের ঘটনা ঘটেছে। বিশ্বকাপের ইতিহাসে া সবচেয়ে কম লাল কার্ডের তালিকায় এটি ষষ্ট। ১৯৭৮ সালে তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল। তারপর এবারের বিশ্বকাপই সেরা। ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে সর্বোচ্চ ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল।

ষোলো (১৬) :
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া বেলজিয়াম মোট ১৬টি গোল করেছে, যা এবারের আসরে কোন দলের সর্বোচ্চ গোল। ৩২টি দলের অংশগ্রহণে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এ তালিকায় ২০১৪ সালে জার্মানী ও ২০০২ সালের ব্রাজিল ১৮টি করে গোল দিয়ে শীর্ষে রয়েছে। ১৯৫৪ সালে অস্ট্রিয়ার দেয়া ২৭টি গোলের রেকর্ড বিশ্বকাপে এখনো কোন দল ভাঙতে পারেনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

গোল্ডেন বুট পেলেন ইংল্যান্ডের কেইন

গোল্ডেন বুট পেলেন ইংল্যান্ডের কেইন

বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা

বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা