এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২
এমবাপ্পের জন্য সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

চলতি বছরের মে মাসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে পেতে জোড় চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ওই সময় ফরাসি এ তারকা ফরোয়ার্ড ঘরের ক্লাব পিএসজিকেই বেছে নিলে রিয়াল তার দিক থেকে মুখ সড়িয়ে নেয়। এবারও আবারও দল বদলের খবর বের হলেও এমবাপ্পের জন্য সময় নষ্ট করতে রাজি নয় রিয়াল।

কাতার বিশ্বকাপ শেষে আবারও মাদ্রিদের সাথে কাতারে সর্বোচ্চ গোলদাতার যোগাযোগের গুঞ্জন শোনা যায়। তবে গতবারের মতো এবার আর ফরাসী এ খেলোয়াড়ের পিছনে অতটা সময় নষ্ট করতে চাচ্ছে না লস ব্ল্যাঙ্কোসরা।

স্বাভাবিকভাবে সমঝোতায় না পৌঁছালে এমবাপ্পের জন্য নতুন করে আর চেষ্টা করবে না বলেও মাদ্রিদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। বরং নিজেদের দলে যেসব প্রতিভা আছে তাদের দিকেই বেশি মনোযোগী হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।

মাঝে শোনা গিয়েছিল পুরনো তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো আবারও মাদ্রিদে ফিরে যাচ্ছেন। তবে সেই তথ্যের কোন ভিত্তি পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি।

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

এদিকে, এমবাপ্পের মতো খেলোয়াড় এ মুহূর্তে দলে আসলে ড্রেসিং রুমে স্বাভাবিক বিষয়গুলো কিছুটা হলেও ব্যহত হবে বলে অনেকে মনে করছেন। যা এ মুহূর্তে মাদ্রিদও মোটেই চাচ্ছে না।

এর থেকে বরং ভিনিসিয়াস জুনিয়রের মতো তরুণ খেলোয়াড়ের ভবিষ্যত মাদ্রিদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কারণেই এমবাপ্পেকে খুশি রাখতে দলের মধ্যে কোনো বিভাজন মাদ্রিদ তৈরি করতে চাচ্ছে না রিয়াল।

মাদ্রিদের কেউই এমবাপ্পের প্রতিভা নিয়ে কোন প্রশ্ন তোলেনি। তবে এ সময় দলের স্বাভাবিক ছন্দ যাতে বিঘ্নিত না হয় সেটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সবাই।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে দুই সপ্তাহের পুনর্বাসনে থাকবেন মেসি

পিএসজিতে দুই সপ্তাহের পুনর্বাসনে থাকবেন মেসি

আমরা আবারও ফিরে আসবো: এমবাপ্পে

আমরা আবারও ফিরে আসবো: এমবাপ্পে

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

রিয়ালকে শিরোপা জিতিয়ে উয়েফার বর্ষসেরা বেনজেমা

রিয়ালকে শিরোপা জিতিয়ে উয়েফার বর্ষসেরা বেনজেমা