বিশ্বকাপ বিরতির শেষে আবারও শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে খেলতে নেমে হোঁচট খেয়েছে টটেনহাম। পয়েন্ট টেবিলের দশ নম্বর দল ব্রেন্টফোর্ড-এর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে হটস্পাররা।
ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে নেমে শুরুতে গোল হজম করে টটেনহাম। ম্যাচের ১৫ মিনিটে ভাইটালি জানেল্ট ব্রেন্টফোর্ডকে ১-০ গোলের লিড এনে দেয়। এমবুমোর ক্রস থেকে ম্যাতিয়াস ইয়েনসেনের নেয়া শট ঠেকিয়ে দেন টটেনহামের গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার। তবে ফিরতি শটে জালের দেখা পায় জানেল্ট।
এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে হ্যারি কেইনের দল। কয়েকটি সুযোগ পেলে গোল শূন্য হয়ে প্রথমার্ধ শেষ করে আন্তোনিও কন্তের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে নিজের ৫০তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টনি। ম্যাচের ৫৪ মিনিটে ক্রিস্টিয়ান নরগার্ড হেড থেকে বল পেয়ে হটস্পারদের জালে জড়ান তিনি। আর তাতে ২-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারিরা।
এরপর গোলের দেখা পেতে আক্রামণের ধার বাড়াতে থাকলে ৬৫ মিনিটে গোলের দেখা পায় টটেনহাম। স্বাগতিকদের রক্ষণভাগ ভেদ করে দুর্দান্ত শটে বল জালে জড়ান হ্যারি কেইন। এই গোল নিয়ে বক্সিং ডে-তে ইংলিশ অধিনায়কের গোল সংখ্যা এখন ১০টি। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ।
কেইনের গোলের ছয় মিনিট পরেই প্রতিপক্ষের ভুলে স্কোরবোর্ড সমতা করেন পিয়েরে-এমিল হইবিয়ার। পরে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও গোল দিতে ব্যর্থ হয় উভয় দল। নির্ধারিত সময় শেষে ২-২ গোল নিয়ে মাঠ ছাড়তে হয় হ্যারি কেইনের দলকে।
ড্রয়ের কারণে পয়েন্ট হারিয়ে ম্যানসিটির পিছনে এখনও হটস্পাররা। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের চারে অবস্থান করছে আন্তোনি কন্তের শিষ্যারা।
স্পোর্টসমেইল২৪/এমটিআর