মাত্র শেষ হলো বিশ্বমঞ্চের আসর। কাতারের আমেজ যেন এখনও কাটেনি। এরই মধ্যে বিশ্বকাপ বিরতি কাটিয়ে শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। যেখানে ওয়াস্টহামকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষ স্থান মজবুদ করলো আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ওয়েস্টহামের জালে বল জড়ায় আর্সেনাল। ম্যাচের পাঁচ মিনিটে গোল পান বুকায়ো সাকা। তবে সেটি বাতিল হয় অফসাইডের কারণে।
এরপর আক্রমণের ধার বাড়াতে থাকলে উল্টো হোঁচট খায় মিকেল আর্তেতার শিষ্যরা। ত্রিশ মিনিটের আগেই স্পটকিক থেকে হ্যামার্সদের এগিয়ে নেয় সাইদ বেনরামা।
একটু পরে গোল সমতা করার সুযোগ পায় সাকার দল। তবে প্রথমার্ধের শেষ দিকের পেনাল্টির সুযোগ পেলেও, সেটি বাতিল হয় ভারের সিদ্ধান্তে। তাতে সমতা ছাড়ায় বিরতিতে যায় টেবিল টপাররা।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে ঘরের মাঠে আক্রমণের ঝড় তুলে আর্সেনাল। ম্যাচের ৫৩ মিনিটে স্কোরবোর্ড সমতা করেন সাকা। ওডেগার্ড শট মিস হলে, ফিরতি বল পেয়ে ভুল করেননি সাকা। এর পাঁচ মিনিট পরেই আর্সেনালকে ২-১ গোলের স্কোরবোর্ড গড়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টনেলি।
এরপর এডি এনকেতিয়ার ৬৯ মিনিটে চোখধাঁধানো গোলটি গানারদের লিড দ্বিগুণ করে। বাকি ম্যাচে গোল পেতে মরিয়া হলেও ব্যর্থ হয় ডেভিড ময়েসের শিষ্যরা। আর তাতেই লিগের ১৩তম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার দল।
চলমান মৌসুমে দুরন্ত ছন্দে তারা। ১৩ জয় ও ১ টি ড্র ও একটি হারে ৪০ পয়েন্ট পেয়ে গানারদের অবস্থান টেবিলের শীর্ষে। এরপরের অবস্থানে আছে আরেক চমক লাগানো দল নিউ ক্যাসেল। গত মৌসুমের সেরা দশে জায়গা না পাওয়া দলটি এবার ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সেরা চারের বাকি দুইদল হলো ম্যানসিটি ও টটেনহাম।
স্পোর্টসমেইল২৪/এমটিআর