ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২২
ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

৩৬ বছর পর আবারো বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। একদিকে আলবেসেলেস্তে’দের নিয়ে গোটা দেশে চলছে বিজয় উৎসব। অন্যদিকে বিশ্বজয়ের প্রধান কারিগর মেসিকে নিয়ে জয়জয়কার করছে গোটা বিশ্ব। এমনকি সর্বশ্রেষ্ঠ এই ফুটবলারকে সম্মান জানাতে নিমন্ত্রণ দিয়েছে চিরশত্রু ব্রাজিল।

ফুটবল বিশ্বের মতো ব্রাজিলের রিও ডি জেনেইরোর ফুটবল সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো হোসে ডস স্যান্টোসও তার প্রশংসায় পঞ্চমুখ। ব্রাজিলের মারাকানার মতো কিংবদন্তি স্টেডিয়ামে মেসির পদচিহ্ন রেখে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

স্যান্টোস আমন্ত্রণ-বার্তায় বলেন, ‘মেসি ইতিমধ্যেই মাঠে এবং মাঠের বাইরে তার গুরুত্ব প্রদর্শন করেছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি বছরের পর বছর ধরে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছেন। মেসিকে মারাকানার সম্মান জানানোর জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না’।

তিনি আরও বলেন, ‘রিও ডি জেনেইরো রাজ্যের ফুটবল সংস্থা তোমাকে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। তুমি মারকানার হল অফ ফেম-এ অংশ নাও। বিশ্ব ফুটবলে তোমার নাম অক্ষয় হয়ে থাকবে মারাকানায় পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনালদোর মত বিস্ময়-নামের সান্নিধ্যে’।

মেসি যদি মারাকানায় যেতে রাজি হন, বিখ্যাত একাধিক বিদেশি তারকার সঙ্গে নিজের নাম খোদাই করে নেবেন তারকা- চিলির এলিয়াস ফিগুয়েরা, উরুগুয়ের আলসেদিস ঘিঘিয়া এবং সেবাস্তিয়ান আবরিও এবং জার্মানির ফ্রাঙ্ক বেকেনবাওয়ার।

মেসির প্রতি এই নিমন্ত্রণ নতুন কিছু নয়। এর আগেও সেলেসাওদের থেকে মারাকানায় আসার আমন্ত্রণ পেয়েছিলেন মেসি। ২০১৯-এ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে মেসিকে হল অফ ফেম-এ আসার জন্য বলা হয়েছিল।

 

স্পোর্টসমেইল২৪/এমটিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জার্সিতে পা মুছে অপমান!

মেসির জার্সিতে পা মুছে অপমান!

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

এখনই অবসর নিচ্ছেন না মেসি

এখনই অবসর নিচ্ছেন না মেসি

ব্রাজিলকে ‘কটাক্ষ’ করে আর্জেন্টিনার জয় উদযাপন!

ব্রাজিলকে ‘কটাক্ষ’ করে আর্জেন্টিনার জয় উদযাপন!